আমাদের কথা খুঁজে নিন

   

কর্ডিং মনে পড়ে রুবি রায়-রাহুল দেব বর্মন (পঞ্চম দা)

মনে পরে রুবি রায়- আর ডি বর্মন। Am---------------------G----- মনে পরে রুবি রায়, কবিতায় তোমাকে Am------------G----E-----Am------------G---------------- একদিন কত করে ডেকছি, আজ হায় রুবি রায় এসে বলো আমাকে F-------------------Am---- তোমাকে কোথায় যেন দেখেছি Am------G----Am-----G----- রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নূপূরে, Am-----G--------C---- বাস থেকে তুমি যবে নামতে, Am--------------G------- একটি কিশোর ছেলে একা কেন দাড়িয়ে F--------------------E------ সে কথা কি কোন দিনও ভাবতে Am----- মরে পরে……… Am-----G------Am---G------ দ্বীপ জ্বালা সন্ধায় , হৃদয়ের জানালায়, Am-------G---C------- কান্নার খাচা শুধু রেখেছি, Am-----------------G-------------------- ও পাখি সেতো আসেনি, তুমি ভালোবাসনি F--------------E------ স্বপ্নের জাল শুধু বুনেছি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.