কে তিনি? নাহ! তিনি আঈশার মতো চিরযৌবনা কেউ নন ইতোমধ্যে ঝুলে গেছে তার বাগানের মাচা এই বসন্তেও কেঁদে কুটে ঝরে গেছে কিছু ফুল তিনি গুলাবী, গোলাপবালা, ঢঙ্গে ঢঙ্গে ফুল তিনি তিনিই-- যাকে দিনে এবং রাতে মান্য করতে হয় তিনি আমাদের মাননীয়া। হা হা হা ! তিনিই নির্ধারন করেন কে নাস্তিক, কে আস্তিক তাঁকে প্রার্থনা করতে হয়না, উপবাস তাঁর জন্য নয় তিনি চিরব্যতিক্রম এক সৃষ্টি, আঙ্গুরের রসে ডুবু ডুবু আঙ্গুরবালা বেগানা পুরুষ তিনি অতিক্রম করে যেতে পারেন যে কোনো গল্পে তিনিই নির্ধারণ করে দেন তুমি আমি আজ নষ্ট নাস্তিক হয়ে গেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।