আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির দেয়াল টপকে

ঝড়ো হাওয়া আর বৃষ্টির দেয়াল টপকে ভালোবাসাও এলো আমাদের কুঁড়ে ঘরে দীর্ঘ করডাইটের গন্ধ, বিবমিষাকীর্ণ থিকথিকে ঘাম আর লবণাক্ত আমাদের উঠোনের কাদা মাড়িয়ে শানকিতে,হাতলভাঙা চায়ের কাপে চুমুকে খুব চুপিচুপি কিংবা সন্তর্পণে পা রাখলো সে পা রাখলো সে ভেজা ঘাসের মখমলে-হঠাৎ সচকিত বক কিংবা জলচর পাখির উড়ালে যে নিঃসঙ্গতা ভার হয়ে চেপে বসেছিল স্নায়ুর উপর পলকা মেঘের মতো তাও হালকা হয়ে এলো নিমেষে ভালোবাসার অমল উষ্ণতায় পুরনো জ্যোস্না আর মেঘের লুকোচুরি ছাপিয়ে বৃষ্টির দেয়াল টপকে সে এলো অরূপ-সোহাগে আমদের আপাত দৈনতা আর দারিদ্রের সুখদ(!) আঙিনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।