নিরপেক্ষ আমি ( চাকুরীর সুবাদে একবছর কাটিয়েছিলাম জামালপুরের মেলান্দহে। সেখানে সবুজ গ্রামের একটি মেঠো রাস্তার ধারে ছিল বাংলালিংকের টা্ওয়ার। আর তার রাস্তার দুপাশ দিযে ছিল ছোট ছোট চারাগাছ। আমরা পাঁচ-ছয় জন প্রতিদিন বিকালে ঐ রাস্তা ধরে হাঁটতাম। ভাবতাম একদিন এ এলাকা ছেড়ে চলে যাব আপন এলাকায়।
অনেক বছর পরে হয়তো এই গাছগুলি অনেক বড় হবে। সেখানকার স্মৃতি রোমান্থন করে এই কবিতা লেখা। বাংলালিংক টা্ওয়ার ও গাছ মুলত রুপক অর্থে ব্যবহৃত হয়েছে। )
বাংলা লিংকের মোডে
ছোট গাছ-
তুমি অনেক বড় হবে একদিন
প্রতিদিন বিন্দু বিন্দু করে বেড়ে
একদিন বাংলা লিংকের মোড়ে।
টাওয়ারের মত বড় হবে তুমি, আরও বড়
হয়তো তাকেও ছাড়িয়ে যাবে তুমি।
তোমার ছোট্ট সরু কান্ড ছুয়ে দিলাম আমি
আপন করে আজ।
আর হয়তো দেব না
কিন্তু তুমি বড় হবে নিযমিত।
শেকড়ের টানে আমি হয়তো ফিরে যাবো মাটির কোলে
তুমি যেমন আছো তোমার মায়ের কোলে।
আমাকে ভুলে যাবে হয়তো
হয়তো আমিও তোমাকে...
চিরন্তন বাস্তবতা তোমাকে-আমাকে গ্রাস করে প্রতিনিযত
তাই আমরা ভুলে যেতে বাধ্য হই একে অপরকে
তারপর তোমার মত অন্য কাওকে ছুতে যেয়ে মনে পড়বে তোমাকে।
তার আরো পরে-
হয়তো কুড়ি বছর পরে
তোমার টানে, তোমার মাটির টানে, ফেলে আসা স্মৃতির টানে
যদি ফিরে আসি,
তোমাকে দেখব টাওয়ারকে ছাড়িযে গেছো তুমি।
চিনবে কি তখন আমাকে?
আমিতো সেই...
যে তোমাকে ছুয়েছিলাম একদিন
এই বাংলালিংকের মোড়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।