দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। যারা ফানি মুভি দেখেন তাদের কছে এডাম স্যান্ডলার নামটি অপরিচিত না।
নানা রকম অদ্ভুত আচরন আর বোকাটে কান্ডকারখানা করে মজার সব মুভিতে অভিনয় করেছেন এই অভিনেতা। তারই একটি মুভি হল দ্য লংগেস্ট ইয়ার্ড।
পল ক্রু (এডাম স্যান্ডলার) একজন ফুটবল প্লেয়ার।
আমেরিকানরা লাউয়ের মত জিনিসটকে কেন যে ফুটবল বলে আমি সেটা বুঝি না। বেশিরভাগ সময়ই তারা গেমটা খেলে হাত ব্যবহার করে, আর একে অপরকে লাথি ঘুষি দিয়ে মারপিট করে।
যাই হোক, বেশ অনেকদিন ধরে ফুটবল এর মাঠ থেকে দুরে থাকা পল বোর লাইফ কাটাতে থাকে। শেষে এই লাইফ সহ্য না হওয়াতে সে একদিন গার্লফ্রেন্ড এর পার্টি থেকে তার গাড়ি নিয়ে বার হযে যায়, আর তার গার্লফ্রেন্ডও দুর্দান্ত মানুষ, সে পুলিশকে রিপোর্ট করে দেয়, গাড়িটি চুরি হয়ে গেছে।
এরপর কিছু ঘটনা দুর্গটনায়র পরে পল এর জায়গা হয় মরুভুমির মাঝে এক জেলখানায়।
সেই জেলখানার ওয়ার্ডেন আবার ফুটবল ভক্ত মানুষ এবং সে পল কে দায়িত্ব দেয় কয়েদীদের নিয়ে একটি ফুটবল টীম তৈরি করতে এবং তারা আবার খেলবে গার্ডদের অপোজিটে।
সবাই আশা করছেন মুভিটি হবে চরম ফানি কিছু একটা। কিন্তু না, এডাম স্যান্ডলার আজকাল একটু সিরিয়াস মুভিও করছেন দেখা গেল। মুভিটা মজার এটা সত্যি, কিন্তু ভাড়ামি টাইপ নয়।
এক কথায় যদি বলতে হয়, মুভিটি একদল মানুষকে সংগঠিত করার মুভি।
তদের মনে আশা তৈরি করার মুভি, তাদের একটি নির্দিষ্ট লক্ষ অর্জনে উদ্বুদ্ধ করার মুভি। কঠিন পরিস্থিতিতে হার না মেনে এগিয়ে যাবার মুভি।
এটা একটা লীডারশীপ মুভি।
দেখতে ভাল লেগেছে।
এখন দেখা যাক আপনাদের কেমন লাগে।
আমি একটা ব্লগ টাইপ সাইট ডেভলপ করছি। পাবলিক ব্লগ না, ব্যক্তিগত ব্লগ। সেখানে নিয়মিত মুভি রিভিউ, ই রিভিউ, পিসি গেম রিভিউ সহ টুকটাক লেখারিখি পাবলিশ করি আমি। একবার দেখবেন নাকি?
আমার সাইটটার একটা ফেবু পেজও আছে। সাইটটি ভাল লাগলে, এবং প্রতিদিন নিয়মিত পোস্ট আপডেট পেতে আগ্রহ বোধ করলে একটা লাইক দিন প্লিজ
ডাউনলোড লিংক
মিডিয়াফায়ার
লিংক ১
লিংক ২
লিংক ৩
লিংক ৪ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।