আমাদের কথা খুঁজে নিন

   

ঝুনুর পোলাও

নেটে,পেপারে অনেক নামকাম শুনতেছিলাম এই ঝুনুর পোলাওয়ের। তো সময় সুযোগের অভাবে যাওয়া হইতেছিলো না। পরপর তিনদিন বন্ধ পাইয়া ভাবলাম এইবার না গেলেই না। কথামত আজকে আমরা চার খাদক বাইর হইলাম নারিন্দার উদ্দেশ্যে ,মিশন ঝুনুর পোলাও প্রথমে গেলাম ইওেফাক মোড় ,তারপর আবার রিকশায় নারিন্দা পুলিশ ফাড়ি ,ডানে বামে তাকাতেই চোখে পড়ল কাঙ্ক্ষিত ঝুনুর দোকান ,আশেপাশে অবশ্য আরও বেশ কিছু খাবারের দোকান আছে। তো যাইহোক দোকানে ঢুকে চার প্লেট অর্ডার করলাম।

মুহুর্তেই পোলাও হাযির। কিন্তু হায় একি এক লোকমা মুখে দিয়াই একজন আরেকজনে মুখের দিকে তাকাইলাম। বুঝলাম সময়,অর্থ সবই আজ জলে গেল। একেতো পোলাও একেবারেই নরমাল আর মুরগীর স্বাদ হলো পুরা সিধ্ধ মাংস আর মাংসের সাইজের কথা না হয় বাদই দিলাম দোকান থিকা বাইর হইয়া কানে ধরলাম আর ঝুনু র দোকানরে গুডবাই দিলাম। আসার পথে ভাবলাম এই জিনিস না খাইয়া আজকে মুক্তার চাপ বিরানী(পুরাই মাথা নষ্ট জিনিস ) খাইলেও হইত অন্তত টাকাডা পানিতে পড়তো না।

ছবি দিতে পারলাম না,ব্রাউসারে প্রবলেম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.