ঘাস ফুল দাঁতের ব্যথায় কাতর হয়ে আব্দুল কাদের জিলানী ছুটে গেলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্হিবিভাগের দন্ত বিশেষজ্ঞ ডা. আব্দুল ওয়াহাব পরীক্ষা করে বললেন দাঁতটি তুলে ফেলতে হবে। রাজি হয়ে গেলেন জিলানী। দাঁতটিও তুলে দিলেন ডা. ওয়াহাব। কিন্তু বাড়ি ফিরে দেখা গেলো সমস্যাযুক্ত দাঁতটি বহাল তবিয়তেই আছে।
আবার ছুটে গেলেন। এবার ডা. ওয়াহাব সমস্যাযুক্ত দাঁতটি তোলার পাশাপাশি আগের জায়গায় আরেকটি দাঁত বসিয়ে দেন। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে।
রংপুর শহরের ধাপ সর্দারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলেআব্দুল কাদের জিলানী বলেন, ডা. ওয়াহাব তার অযোগ্যতার কথা স্বীকার করে বিষয়টি অন্য কাউকে না জানানোর অনুরোধ করেন। তবে এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
ডা. আব্দুল ওয়াহাব অভিযোগের সত্যতা শিকার করে বলেন, ভুলবশত কাজটি ওলপালট হয়ে গেছে।
হাসপাতালের পরিচালক ডা, তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিয়োগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সংগ্রহীত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।