দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাতপাতালের উদ্যোগে আগামীকাল থেকে ৩ দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু ও দন্ত চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিন চক্ষু ও দন্ত ছাড়াও অন্যান্য সাধারন রোগের চিকিৎসা সেবাও বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের ইনচার্জ ডা. ওয়াহিদা হাসিন।
তিনি জানান, ইতিমধ্যে ১শ ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ক্যাম্পের দ্বিতীয় দিন ৫০ জন ও তৃতীয় দিন ৫০ জনের ছানি অপারেশন হবে। পাশাপাশি প্রায় ৩ শতাধিক লোককে অন্যান্য সাধারন রোগের চিকিৎসা সেবা দেয়া হবে।
জানা গেছে, এসব রোগীর অপারেশনের পাশাপাশি ওষুধ, চশমা ও থাকা-খাওয়া ব্যয় বহন করছে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ব্যবস্থাপক মো. তৈয়ুবুর রহমান জানান, ডা. রুহুল আমিন, ডা. এম এ মতিন, ডা. মিনহাজুর রহমান, ডা. আয়েশা সিদ্দিকা সহ ২০ জনের একটি চিকিৎসক দল এই ৩ দিন চিকিৎসা সেবা প্রদান করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।