আমাদের কথা খুঁজে নিন

   

কোনটাকে বলবেন ভাল মুভি!!

সামনে মহা লড়াই পেছনে মৃত্যু! গত দুই মাস ধরে খুব মুভি দেখছি। এমন একটা চাকরি পেয়েছি যেখানে কাজ খুব কম। তারওপর হাই স্পীড ইন্টারনেট নিয়ে সারাদিন বসে থাকি। এ সুযোগে দুষ্প্রাপ্য মুভিগুলো ডাউনলোড করে দেখার চেষ্টা করছি। আসলে যদিও ছোটবেলা থেকেই মুভি নিয়ে আগ্রহ অনেক কিন্তু বেশি বেশি মুভি দেখার সুযোগ পাইনি খুব একটা।

গত কয়েকদিনে কয়েকটি জাপানি চলচ্চিত্র দেখেছি। বলতে লজ্জা নেই আকিরা কুরোশাওয়ার ‍‍রশোমন দেখলাম মাত্র গত পরশু। তবে আকিরা কুরোশাওয়ার আরো কয়েকটি মুভি দেখেছি আগে। Seven Samurai, Yujimbo, Hidden Fortress ইত্যাদি। রশোমন সবশেষে দেখার কারণ আমি জানতাম এটাই তাঁর সেরা কাজ।

সেরা কাজ শুরুতেই দেখে ফেললে বাকিগুলো পানসে লাগতে পারে। একটা মুভি দেখার পর তাকে ভাল না খারাপ বলব তা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে থাকেন। IMDB রেটিং, বিভিন্ন টপ লিস্টে অবস্থান ইত্যাদি দেখে বিভ্রান্ত হতে হয়। আমার কাছে ভাল লাগেনি কিন্তু IMDB রেটিং বেশি তখন কষ্ট করে হলেও ভাল লাগাতে হয়। না হলে জাত থাকেনা! আমার কাছে ভাল না লাগলে রেটিং এর মূল্য কী? আমার কাছে ভাল মুভি কোনটা ? পছন্দের মুভি অপছন্দের মুভি নির্ণয় করার একেক জনের একেক রকম পদ্ধতি আছে।

তবে আমার একটি খুব সহজ পদ্ধতি আছে। আমার কাছে সেটাই ভাল ছবি যার অন্তত নিচের দুটি বৈশিষ্ট্য আছে: ১. মুভিটি দেখার সময় আমার মন খারাপ হতে হবে। ২. অনেকগুলো মুভি দেখার পর এই মুভিটাই চোখে ভাসবে। এর কথাই বারবার মনে হবে। প্রথম বৈশিষ্ট্য নিয়ে দু এক কথা বলা যায়।

পছন্দের হাসির ছবি দেখে মন খারাপ হবে কেন? হবে কারণ যে কোন মহৎ সৃষ্টি মানুষের মনকে আর্দ্র করে তোলে। চার্লি চ্যাপলিনের ছবিগুলো দেখুন! মন খারাপের আরেকটা কারণ হলো এত সুন্দর সৃষ্টি মানুষ করে কী করে? আমি যদি পারতাম!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।