আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়া কেয়ার

নাই... ..............................................................................................................................................................................................................আজ সকাল ১১ টায় গেলাম বসুন্ধরা'য় নকিয়া কেয়ারে। ৯টা ডেস্কের মধ্যে ৭ ও ৯ নম্বর ডেস্কে মাত্র দু'জন কেয়ার নিচ্ছেন। ২০-২৫ জন চেয়ারে বসে অপেক্ষা করছে। আমার সিরিয়াল ৬৬, তখন চলছে ৪৯। আমিও বসলাম।

দেখি ৯ নম্বর ডেস্কের মেয়েটির গলা শুঁকিয়ে কাঠ। এক তরুণ তার সাথে বাক-বিতণ্ডায় ব্যস্ত। "৩ দিন, ৭ দিন সেট রেখে দেন তারপরও ঠিক করতে পারেন না, বলেন সরি। সরি বললেই কি সব শেষ। ঠিক করতে না পারলে সেট রাখেন কেন?" বলছিল ছেলেটি।

এই করে আধাঘণ্টা পার হল। ছেলেটি যাওয়ার পর মেয়েটি রেস্টে ছিল। মাত্র ১ জন তখন কাজ করছে। আমার পাশে বসা লোকটি আস্তে আস্তে নকিয়াকে গালি-গালাজ করতে ব্যস্ত। কারণটা আমাকে জানাল যে, আজ তার ওয়ারেণ্টির শেষ দিন।

নকিয়া এখন চাইনিজ হয়ে গেছে। এক বছরেই মেয়াদ শেষ। অনেকক্ষণ পর আমার ডাক এলো। বললাম, সেট যখন তখন অকারণে রিস্টার্ট নেয়। বলল "সেট রেখে যান, সফটওয়্যারে সমস্যা হলে ২৫০ টাকা লাগবে, অন্যকোন সমস্যা থাকলে ফোন করে জানাব, সেই অনুযায়ী চার্জ হবে, তখন না করতে চাইলে ১০০ টাকা দিয়ে সেট নিয়ে যাবেন।

" আমি বললাম "এই করলে কি হয়?" বিঃদ্রঃ আমার মনে হয়, বাংলাদেশ থেকে নকিয়া সেট না কিনে বাহিরের কোন দেশ (ইউরোপ এর কোন দেশ) থেকে কিনলে দাম বেশি হলেও মান ভাল হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।