আমাদের কথা খুঁজে নিন

   

মুভি: ইউ ডোন্ট মেস উইথ জোহান

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এডাম স্যান্ডলার এবং রব স্নেইডার এর করা আরেক বেশ মজার একটি মুভি হল ইউ ডোন্ট মেস উইথ জোহান। এই মুভিটিতে এডাম স্যান্ডলার অভিনয় করেছে এক ইজরাইলি সুপার স্পাই জোহান এর ভুমিকায়। আর রব স্নেইডারের ভুমিকা হল প্যলেস্টানী এক সাধারন মানুষ। জোহান তো সুপার স্পাই, সুপার স্পাই মানে সুপার স্পাই।

সে পারে না এমন কাজ নাই। একটার পর একটা সুপার কাজ করে প্যালেস্টাইনীদের বারোটা বাজাচ্ছে। সে কি তার পাওয়ার, কি তার কাজের ভঙ্গি.!.!.! তাকিযে থাকবার মত.... স্পাই এর কাজে অত্যন্ত সফল, জাতীয় বীর জোহান কে নিয়ে সবাই গর্বিত। তার বাবা-মা এরকম একজন সন্তান এর বাপ-মা হতে পেরে গর্বিত। কিন্তু জোহান সুখী নয়।

তার এই সব কাজ ভাল লাগে না, তার দিল পড়ে আছে অন্য এক জায়গায়। সে হতে চায় একজন হেয়ার স্টাইলিস্ট!!! সে চেষ্টা করেছে স্পাই লাইফ থেকে সরে আসতে, কিন্তু তাকে আসতে দেয়া হয়নি। সুতরাং রাতের বেলা বিখ্যাত হেয়ার স্টাইলিস্টদের বই বুকে জড়িয়ে চোখের পানি ফেলে দিন কাটে তার। এদিকে কিন্তু প্যালেস্টাইনীদেরও আছে একজন সুপার স্পাই। তার কোডনেম হল ফ্যান্টম।

এক মিশনে গিয়ে ফ্যন্টম এর সাথে যুদ্ধ লাগে জোহানের এবং হঠাৎ করে নিজের লাইফটাকে অন্যরকম করে ফেলবার একটা উপায় দেখতে পায় জোহান। যুদ্ধে হার মেনে নেয়, এরকম একটা ব্যবস্থা করে, যেন সবার ধারনা হয়, ফ্যন্টম এর সাথে যুদ্ধে তার মৃত্যু হয়েছে, এর পর চলে আসে নিউ ইয়র্কে, একজন হেয়ার স্টাইলিস্ট হতে। তার হেয়ার স্টাইলিস্ট হবার ঘটনা এবং সাথে ঘটা নানা রকম মজার মজার ঘনা নিয়ে এই মুভিটা। তবে মজাগু্যেলা বেশিরভাগ সময়ই হাল্কা পাতলা ১৮+, সুদরাং যারা দেখবেন, নিজের দায়িত্বে দেখবেন। এই মুভির একটা জায়গায় গিয়ে চমৎকার একটা কথা বলা হয়েছে।

একটা পর্য্যায়ে জোহান হতাশ হযে গিয়ে অন্য কোন ধান্দা করে পেট চালাবার চিন্তা করে। এরকম সময়ে তার এব বন্ধু আরেক বন্ধু কে দেখিয়ে বলে, "দেথ জোহান, ঐ যে দেখছ ওকে, সে আমেরিকায় এসেছিল একজন ব্যান্ড তারকা হবার জন্য। কিন্তু মাঝপথে পেটের ধান্দা করতে গিয়ে সে মনে করেছে, আগে নিজেকে একটু স্থির করে নেই, তারপরে আবার ব্যান্ড তারকা হবার চেষ্টা করা যাবে। সে কাজ নেয় এক ইলেকট্রনিক্স প্রোডাক্ট স্টোরে, এবং ১০ বছর পরেও দেখ, সে ঐ একই জায়গায় পড়ে আছে। তার আর ব্যান্ড তারকা হওয়া হয়নি।

সে ঐ খান থেকেও উপরে উঠতে পারেনি, কারন তার মন ব্যান্ড তারকা হবার স্বপ্নে বিভর ছিল। সে না হতে পেরেছে সফল কর্মী হতে, না পেরেছে ব্যান্ড তারকা হতে। " এই জায়গায় গিয়ে একমত হতেই হবে, স্বপ্ন যদি থাকে, তবে সেটার জন্য সবোর্চ্চ ফাইটই দেয়া উচিত, যতক্ষন না একটা ফলাফল মিলছে.... যাই হোক, মুভিটা দেখে চরম মজা পেয়েছি। নানা রকম কান্ড কারখানা করে মানুষ হাসাবার চেষ্টা করেছে পরিচালক। অনেকগুলো যায়গায় সফলও হয়েছে।

দেখবার আমন্ত্রন থাকলো। আবার বলে নিই, এখঅনে টুকটাক ১৮+ বিষয় আছে। সুতরাং নিজের দায়িত্বে দেখবেন। আমি একটা ব্লগ টাইপ সাইট ডেভলপ করছি। আমার সব লেখা, নিয়মিত মুভি রিভিউ, গেম রিভিউ, টেক বিষয়ক লেখা এবং টুকটাক এটা সেটা... একটু ঘুরে আসবেন প্লিজ সময় পেলে।

এটার একটা ফেসবুক পেজও আছে। যদি ভাল লাগে, এই সাইট থেখে প্রতিদিন সাইট আপডেট পেতে চান, পেজটিতে লাইক দিন। ডাউনলোড লিংক মিডিয়া ফায়ার লিংক ১ লিংক ২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.