আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় দিনেদুপুরে ছাত্রলীগ নেতা খুন

এখানে আমার মনে জা আসে আমি তাই লিখি। যদি কোন দিন কোন প্রকার খারাপ কিছু লিখে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন কুমিল্লা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে আজ সোমবার দুপুরে ছাত্রলীগের এক নেতা খুন হয়েছেন। তাঁর নাম নূরুল ইসলাম ওরফে আপেল (২৩)। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ কুমিল্লা সরকারি কলেজে আপেলের স্ত্রী আয়েশা আক্তারকে কতিপয় ছাত্র উত্ত্যক্ত করে।

এ খবর পেয়ে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কলেজে আসেন। এ সময় জেলা ছাত্রলীগের নেতা জহিরুল ইসলাম পক্ষের অনুসারী দিপু ও রিন্টুর নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ আপেলের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। আপেল জেলা ছাত্রলীগের নেতা নূর-উর রহমান মাহমুদ তানিমের অনুসারী ছিলেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে একটি মেয়েকে নিয়ে ঘটনার জের ধরে ওই হত্যাকাণ্ড হতে পারে।

আপেলের লাশ কুমিল্লা আধুনিক হাসপাতালে রয়েছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। গত ২৭ জুন জেলা ছাত্রলীগের কমিটি গঠনের পর থেকে বিবদমান পক্ষগুলোর মধ্যে দফায় দফায় সহিংসতার ফলে ওই হত্যাকাণ্ড হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আপেল এ কলেজের ছাত্র নন। কলেজের ফটকের সামনে কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.