আমাকে যে মৌনতার কথা বলছ তার অন্তর্লীন অর্থের কথাও তুমি জান। অথচ দেখো প্রতিনিয়ত যে ওঙ্কারধ্বনি চরাচর ব্যাপে উত্থিত হচ্ছে তার ছিটেফোঁটাও যদি রুদ্ধ হতো তাহলে অনিবার্য বিপর্যয় কে রুধতো বলতো? কে রুধতো সমাধিপ্রতিম এই স্তব্ধতা তাহলে? যে স্তব্ধতা-ই একদিন হিমবাহের মতো ধ্বসে পড়তো বানানো এইসব শিল্পসৌকর্যের ঘাড়ে। খটখটে পাথুরে প্রতিমার ঠোঁটে বেরসিক চুমুর মতো খসে পড়তো এধারে-ওধারে। তুমি যে মৌনতা অনিবার্য করে তুলছ তা-ই একদিন মৌন হয়ে বসে থাকবে তোমার রক্ত-ওঠা গলাবাজির মাঝখানে। মৌনতাকে তুমি অনিবার্য করে তুলছ বলেই অসংখ্য শব্দফেনা পুঞ্জিভূত ক্রোধের মতো জমা হচ্ছে চারপাশে। শব্দের স্বাধীনতা নিরপেক্ষ হলেই লঘু হয়ে আসবে এই চাপ, এই মৌনতার অসহ্য ভারাভার। মৌনতার আড়ালেই জ্বলজ্বলে ক্রোধ দানা বাঁধবে লালাময় হিংস্রের মতো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।