আজি সপ্ন সুখের বাসনায়
এমন কেন কেঁদে যায়
আজি বাদল দিনে ভরা বরষায়
অচেনা সুরে কোন পাখি গান গেয়ে যায়
শ্রাবণ সন্ধায় সেই চেনা কলিতে
মনের আকাশে মেঘের ভাজেতে মন মোহনাতে
সপ্নরা ভেসে যায় নীলিমায়
শিশির ভেজা এই মন আমার
ছুটে চলে অজানাতে,জীবন ভেলায়
কোথা পাবে কূল কোনবা পাড়ে
কে বা বসে আছে,কোন নদীর তীরে
কে বা উদাসী দুপুরে বাজিয়ে সানাই
টানছে মোরে কাছে তাহার ধারে
অজানাতে মৌনতা ঘেরা অনুভূতিতে
কে বা করল প্রবেশ অজান্তে
কে বা ছুয়ে গেল মন নিরবে
হিমেল পরশে ছুয়ে দিয়ে অনুভবে
আজি সপ্ন পূরনের তাগিদে
আনচান মন আনমনা কলরবে
ভেবে চলে প্রতি ক্ষনে ক্ষনে
হ্দয়ে সুখের অনুরণে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।