আমাদের কথা খুঁজে নিন

   

প্রাচীণ শী্তের ঘ্রান

মাঘের ভোরেতে ঘুমিয়ে ছিলাম গরম কাঁথাটি মুড়ে, মাটির উনোনে হচ্ছিল পিঠা চাল-নারিকেল গুড়ে। ''ধুপি হইয়াছে, আয় তোরা কাছে, থালে বাড়িয়াছি খা,'' একথা বলিয়া পরম সোহাগে কাছে এসে বসে মা। বিড়াল ছানাটি কোলেতে লইয়া নীলাভ আকাশ তলে, হাটিতেছি আমি কুয়াশা ভেদিয়া শিশির জলে। দুপুরের রোদে কাকেরা সবেতে শিমুল গাছের ডালে, আসনে বসেছে অতি শৃঙ্খলে সভা আলোচনা করে। সন্ধ্যা- প্রদীপ জোলে ওঠে সব মাটির ঘরে ঘরে, ঝোপ-ঝাড় গুলো সুন-শান আর শিশুরা সব পড়ে। কেউবা আগুনে উষ্ণতা নেয়, কেউ রুপকথা শোনে, জোনাক পরীরা সপ্ন ছড়ায় গহিন নিদ্রা-বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।