সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. বুবুদের খুব মিল নেই মিল নেতাদের মারামারি সংগ্রাম পায়নি যে তাদের। রাজবাড়ি বুবু রন নেতা দেয় পুড়িয়ে বোম মারে হরতালে দেয় আশা গুড়িয়ে। ছেলে-মেয়ে বুবুদের থাকে পরদেশেতে নির্দোষ সুমনেরা খুন হয় শেষেতে। বিবাহ-ঈদ এলে কার্ড দেন বিলিয়ে চুপ করে বুবুদ্বয় হাত নেন মিলিয়ে। জনগণ প্রাণ দেয় আবেগেতে রাস্তায় কোন বুবু নির্দোষ বলো খুব আস্থায়? তিনি যদি হয় নেতা উনি খুব চিল্লায় বলে দাও পাবলিকে মরি রোজ কিল্লায়? বুবুর ওই পরে দেখো ছেলে আয় ক্ষমতায় সব্বাই নেয় মেনে চোখ বুজে মমতায়। আর কতো প্রাণ যাবে অকালেতে নিভিয়ে ডেইলি যে খোঁজ পাই পেপার আর টিভি-এ। উনি এলে ক্ষমতায় দোষ দেন তিনারে সুখ চেয়ে দোয়া চলে মসজিদ-মিনারে। সব কালো দূর হতে চাই খুব ঐক্য দেশপ্রেম বুকে নিয়ে একটাই লক্ষ্য। ছড়াকার: সম্পাদক, মাসিক মুকুল, দুবাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।