ঈশ্বর সৃজিলেন এক প্রাণী,নাম তার গাধা ।
বললেন তাকে,আজ থেকে পিঠে বহন করবি বোঝা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত নির্বোধের মত
খাবি শুধু ঘাস । আয়ু হবে ৫০ বছর ।
গাধা বলে, হা-ঈশ্বর এ ভাবে ৫০ বছর বাঁচা বিড়ম্বনা । আমাকে দিন ২০ বছর,মঞ্জুর হল আবেদন ।
ঈশ্বর সৃজিলেন, আর এক প্রাণী-কুকুর ।
বললেন তাকে,আজ থেকে তুই পাহারা দিবি তোর মালিকের বাড়ি । মালিক তোকে ভালবাসবে,আর
খেতে দেবে তার উচ্ছিষ্ট খানা । আয়ু হবে ৩০ বছর ।
অনুনয় করে বলল কুকুর, এ ভাবে ৩০ বছর কষ্ট হে প্রভু, আমাকে দিন ১৫ বছর ।
মঞ্জুর হল আবেদন ।
ঈশ্বর সৃজিলেন বানর । বলে দিলেন তারে, তুই বিচরণ করবি এক ডাল থেকে আর এক ডালে,
হবি তুই আনন্দের উপকরণ, আয়ু হবে ২০ বছর । বানর মিনতি করে বলে,এভাবে বেঁচে নেই সুখ
আমাকে দিন ১০ বছর । মঞ্জুর হ্ল আবেদন ।
অবশেষে সৃজিলেন মানুষ । ঈশ্বর দিলেন তাকে জ্ঞান,বলে দিলেন,তুই প্রভুত্ব করবি প্রাণীসকলের ‘পরে,
কর্তৃত্ব করবি ধরণীর বুকে । আয়ু হবে ২০ বছর । অনুনয় করে বলে হে ঈশ্বর,মনুষ্য হিসাবে মাত্র ২০ বছর খুব কম
আমাকে দিন গাধার ছেড়ে দেয়া ৩০ বছর,কুকুরের ১৫ ও বানরের ১০ বছর । ঈশ্বর বললেন তথাস্তু ।
তখন থেকে সে মানুষ হিসাবে বাঁচে প্রথম ২০ বছর । তারপর হয় বিয়ে-ঘরসংসার । সবার বোঝা পিঠে নিয়ে বাঁচে গাধার মতো ৩০ বছর । একসময় সন্তানাদি বড় হয়ে হয় বাড়ির কর্তা । পাহারা দেয় মালিকের বাড়ি,আর উচ্ছিষ্ট খেয়ে বাঁচে কুকুরের ১৫ বছর ।
বার্ধক্যে, বানর থেকে নেওয়া ১০ বছর ধরে চলতে থাকে, এক ছেলে থেকে আর ছেলে,এ মেয়ের বাড়ি থেকে ও মেয়ের বাড়ি আর নাতি-নাত্নীদের কাছে হয় আনন্দের খোরাক । এই হল জীবন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।