আমাদের কথা খুঁজে নিন

   

মুভি দেখার জন্য সাবটাইটেল সমস্যা আর না আর না (১৫সেকেন্ডে বের করে ফেলুন আপনার পছন্দের মুভির সাবটাইটেল )

কত তারা আকাশে... বর্তমানে ইংলিশ মুভি দেখেনা এমন খুব কম পাবলিক পাওয়া যাবে। সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি দেখা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। তাই সাবটাইটেল খুঁজার জন্য আমাদের বিভিন্ন সাইট চুষে বেড়ায়তে হয় যা অনেক সময় বিরক্তিকর। আরো বিরক্তি লাগে যদি সাবটাইটেলটি না পাওয়া যায়। আর অনেক সময় পাওয়া গেলেও দেখা যায় যে মুভির ডায়লগের সাথে সাবটাইটেল মিলেনা।

তখন অনেক কেরামতি করে ঠিক করতে হয়। এ সব সমস্যার সমাধান রয়েছে এক সফটওয়্যার এর যার না সাবলাইট প্রথমে এটি ইনস্টল করে নিন। তারপর Search Subtitle অপশনে যান। আপনার মুভির নাম লিখুন । তারপর Search বাটনে ক্লিক করুন ।

১৫ সেকেন্ড এর মধ্যে আপনি আপনার সাবটাইটেল পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে সেখান থেকে সাবটাইটেলের উপর ডান বাটন ক্লিক করে মুভি দেখা শুরু করতে পারেন । ** এছাড়া আপনি সাবটাইটেল এর সেটিংস ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারেন। যেমন : ১। আপনি কোন প্লেয়ারে সাবটাইটেল চালাবেন।

যেমন kmp, vlc, windows media player । ২। আপনার ডাউনলোড করা সাবটাইটেল যেই ফোল্ডারে মুভিটা আছে সেই ফোল্ডারে সেভ হয়ে যাবে। ৩। আপনি যদি চান তাহলে সফটওয়্যারটি ওপেন না করেই শুধু মুভি ফাইল উপর ডান বাটন ক্লিক করেই সাবটাইটেল সার্চ করতে পারেন।

এজন্য আপনাকে সেটিংস এ যাওয়ার পর explore intergration এ গিয়ে batch subtitle download টিক চিহ্ন দিয়ে সেভ করে নিন। নিচের চিএ দেখুন ব্যস এখন থেকে সাবটাইটেল ডাউনলোড করুন দ্রুত আর মুভি উপভোগ করুন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.