আমাদের কথা খুঁজে নিন

   

ফিনিশ পাউডার ও 'জয় বাংলা' ধ্বনির কার্যকারিতা

আজকে রাতে রান্না ঘরে তেলাপোকা মারার জন্য ফিনিশ পাউডার ছিটানোর পর তেলাপোকার 'ত্রাহি মধুসূদন' অবস্থা দেখে একটা কথা মনে পড়ল। তেলাপোকা দিনের আলোয় বের হয় না। রাতের অন্ধকারে চরম সর্বনাশ করে ছাড়ে। টমেটো, আলু এমনকি মাছের কাঁটাও বাদ যায় না এদের হামলা থেকে। ঠিক তেমনি জামাত-শিবিরের ব্যাপারটাও অনেকটা একই রকম।

লোকচক্ষুর অন্তরালে এদের অর্থ, লজিস্টিকস এর বিপুল সম্ভার। দেশের রাজনীতি, অর্থনীতিতে অবাধ বিচরণ। অবশেষে ৪২ বছরের অঙ্গুলি চোষণের পর এদের নিধনের সূত্রপাত। একটু দেরি করে ফিনিশ পাউডার ছিটানোর কারণেই আজ এই অবস্থা। যাই হোক, ফিনিশ পাউডার আর 'জয় বাংলা' ধ্বনির কার্যকারিতা প্রায় একই রকম।

দিতে যত দেরিই হোক না কেন, আল্টিমেট রেজাল্ট ইজ দ্যা সেম। ছাগু বা তেলাপোকা কারোরই নিস্তার নাই। আমার রান্নাঘরে শতখানেক তেলাপোকা গড়াগড়ি শুরু করে দিয়েছে। আর একটি অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনাধারী বাংলাদেশের স্বপ্ন তো আমি আরও দুই মাস আগে থেকেই দেখা শুরু করেছি। জয় সুনিশ্চিত !! জয় বাংলা !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।