(প্রিয় টেক) এক সময় সারা পৃথিবী রাজত্ব করা নকিয়া যখন মৃত প্রায়, তখন ৭২০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে বিশ্বের বৃহৎ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট। কিন্তু তা একদিক থেকে প্রতিষ্ঠানটির জন্য মঙ্গল হলেও শেষ পর্যন্ত অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে নকিয়ার জন্মস্থান ফিনল্যান্ড। স্থানীয় বাজার গবেষণা সংস্থা রিসার্চ ইনস্টিটিউট অব ফিনিশ ইকোনমি (ইটিএলএ) সূত্রে এ তথ্য জানা গেছে। তাদের ভাষায়, নকিয়া সাম্রাজ্যের পতন ফিনিশ অর্থনীতিতে ভয়াবহ ক্ষত হয়ে দেখা দিচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।