আমাদের কথা খুঁজে নিন

   

মিরসরাইয়ের পর এবার শিবচরে দূর্ঘটনার কবলে পড়ল ছাত্রীরা

মিরসরাইয়ের দুর্ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই এবার শিবচরে দূর্ঘটনার কবলে পড়ল ৫ ছাত্রীসহ ৬জন। আজ সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ মহিলা ফুটবল টুর্ণামেন্টে অংশ নিতে আসার পথে এ দূর্ঘটনার শিকার হয় ছাত্রীরা। জানা যায়, আজ সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ মহিলা ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের দুটি সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা উপজেলা শহরের হাতির বাগান মাঠে। প্রথম সেমি ফাইনাল শিবচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দ্বিতীয় সেমি ফাইনালে চরকামার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বহেরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ নেওয়ার কথা। নিলখী ইউনিয়নের চরকামার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন ছাত্রী খেলায় অংশ গ্রহণের উদ্দেশ্যে একটি টেম্পুতে চড়ে আসছিল।

পথে মুন্সীর মোড় এলাকায় আসার পর মাদারীপুরগামী একটি বাসের (বগুড়া-ব-২০১৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ ছাত্রীসহ ৬জন আহত হয়। এরা হল- সুজিয়া আক্তার (১২), লাভলী আক্তার (১২), সাজেদা আক্তার (১২), সীমা মন্ডল (১২), লাইজু আক্তার (১১) ও ড্রাইভার রাজন মোল্লা (২৮) । আহতদেরকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদেরকে দেখতে শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ জলিল শিবচর হাসাপাতালে দেখতে যান।

এদিকে এ দূর্ঘটনার কারণে দ্বিতীয় সেমিফাইনাল খেলা স্থগিত হয়েছে। প্রথম সেমি ফাইনালে বড় বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-১ গোলে শিবচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামী বুধবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।