আমাদের কথা খুঁজে নিন

   

দেখা তো হল আবার, অনেক কিছুর পর...

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... ২ বছর ব্লগ লিখছি! ব্লগ ইনফরমেশন প্যানেলে তাই দেখাচ্ছে। ২ বছর। অনেক সময়! সামু তে এসেছিলাম কৌতুহলে। বাংলা ব্লগ তখন কেবল জমে উঠেছে। সম্ভবত একটা ফিচার পড়েছিলাম সামুর ওপরে।

ভাবলাম একটা অ্যাকাউন্ট খুলেই ফেলি! এভাবেই সামুতে আসা। এই ব্লগে এটাই আমার একমাত্র আইডি না! স্বনামে একটা আইডি আছে। যদিও ওটাতে তেমন লেখা হয়নি। ইচ্ছেও করেনি। কারণ তখনো অভ্র আসেনি।

আর আমি বিজয়ে লিখতে পারতাম না। আসলে আমি কোনদিনই বিজয়ে লিখিনি। ওই আইডিটার বয়স এটার চেয়ে দেড় বছর বেশি। না লিখলেও পড়া হত ঠিকই। ভর্তি পরীক্ষার ঝামেলা-টামেলা শেষ করে মনে হল, এখন তবে ব্লগে কিছুটা লেখার চেষ্টা করে দেখা যেতে পারে! যেহেতু স্বনামের আইডিটার উপর আমার কোন মায়া ছিল না (কিছু তো লিখিই নি!)।

তাই এই নিকটা রেজিস্টার করলাম। এটা ছিল আমার প্রথম পোস্ট! তারপর সেফ হলাম ২১ দিনের মাথায়। সেফ হবার পর প্রথম পোস্ট টা ছিলঃচা লাগবে, চা? মজার ব্যাপার হল পোস্ট টা লিখতে আমার দেড় ঘন্টা লেগেছিল। তখন টাইপ করতে অনেক সময় লাগত। তো অনেকক্ষণ লাগিয়ে পোস্ট করলাম।

আমি তখনো জানিনা একটু আগেই আমি সেফ হয়েছি। খেয়াল করিনি। প্রথম পাতায় এসে দেখি আরে আমার পোস্টটা চলে এসেছে!!! এত্ত ভাল লেগেছিল বলার মত না। শুরুতে কয়েক মাস ব্লগেই পড়ে থাকতাম রাত-দিন, প্রথম পাতার প্রায় সব লেখাই পড়ার চেষ্টা করতাম। পড়ে নানান ব্যস্ততায় সেটা আর ধরে রাখা সম্ভব হয়নি।

২ বছর যে আমি টানা ব্লগে ছিলাম তা কিন্তু নয়। মাঝখানে অক্টোবর ২০১০ থেকে ফেব্রুয়ারী ২০১১ পর্যন্ত পুরোটা সময় আমি ব্লগে একেবারেই ছিলাম না। শীতনিদ্রায় ছিলাম। তারপর দীর্ঘদিন ঘুমে অচেতন কে যেন ডাক দিল আবার ফিরে যেতে! ৫ মাস অনেক সময়। এসময়টায় অনেক কিছু মিস করেছি।

ফিরে যখন এলাম, আমার সময়ের অনেক ব্লগার কেই আর পেলাম না। তাদের বেশ মিস করি। ব্লগার আড্ডাগুলোয় আমি কখনোই যাইনি। এমন নয় যে সময় পাইনি, কিংবা যেতে পারিনি, আসলে ইচ্ছে করে যাওয়া হয়নি। এই জন্যেই কিনা জানিনা, কেউ কেউ ধারণা করে নিয়েছেন আমি অহংকারী।

আসলে সেরকম কিছু নয়! নিজেকে সযত্নে আড়াল করে রাখার একটা চেষ্টা সবসময় ভেতরে কাজ করে। আমি মনে করিনা অহংকার করার মত কিছু আমার ভেতরে আছে। নিজেকে আড়াল করার প্রবণতা, ব্যাপারটা ছোটবেলা থেকেই আছে। অবশ্য সেই অর্থে নিজের সম্পর্কে কোন কিছুই গোপণ করা হয়নি। ব্লগার বন্ধুরা, যারা আমার ফেসবুকে আছেন, তারা সবাই জানেন আমি কে, কি করি ইত্যদি।

শুরুতে আমি অনেক গুলো ফান পোস্ট লিখেছি। এখন কেন যেন আর ফান পোস্ট লিখতে পারি না! ভেতর থেকে আসেনা!! হিউমার কমে যাচ্ছে মনে হয়। মাঝে মাঝে রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি। সেগুলো নিয়ে কিছু রেসিপি ব্লগ দেবার ইচ্ছে ছিল। দেখি সামনে হয়ত দেব।

এখন মিউজিক, কবিতা/লিরিক অথবা গল্পই বেশি লেখা হয় ব্লগে। অনেকেই কষ্ট করে সেগুলো নিয়মিত পড়েন! তাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই! সামুতে প্রথম নিকটা (স্বনামে) রেজিস্টার করার পর শুধু পড়াই হত। ঐ সময় সবচেয়ে বেশি পড়েছি উদাসী স্বপ্ন ভাইয়ার লেখা। বেশ মজা করে লিখতেন। বান্দর গ্রুপেও জয়েন করেছিলাম।

সামহোয়্যারইনব্লগ আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে বড় প্রাপ্তিটা হল ইমন ভাইয়া কে ব্লগে এসে পাওয়া। ওনাকে যে আমি আমার লেখালেখির (যৎসামান্য যা পারি!) সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স মনে করি এটা বোধহয় নতুন করে আর বলার দরকার নেই। তাঁর লেখা ব্ল্যাক এর গান গুলো আমাকে ভীষণ ভাবে আলোড়িত করত, এখনো করছে! সামু আমাকে দিয়েছে আকাশ_পাগলা'র মত একজন অকৃত্রিম বন্ধু। আজকালকার দিনে এমন বন্ধু পাওয়া সত্যিই দায়।

সামু আমাকে দিয়েছে বন্ধুপ্রতিম অনেক বড় ভাইয়া আর আপু! তারা আমাকে আপন করে নিয়েছেন অনেক সহজে, যে কাজটা আমি অত সহজে পারিনা! অপ্রাপ্তি? আছে নাকি কিছু? সেভাবে বলতে গেলে সেরকম কিছু নেই! অনেকেই বলেন তুমি নিয়মিত লেখ না কেন? সিরিয়াসলি লিখলে তুমি অনেক ভালো করবে। হয়ত সত্যিই তাই। কিন্তু খামখেয়ালি স্বভাবটা কেন যেন তাড়াতে পারিনা নিজের মধ্যে থেকে। সিরিয়াসলি কিছুই করতে পারিনা সেজন্য। অবশ্য লেখক কিম্বা কবি হবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনটাই আমার কখনো ছিল না।

শুধু ভাল লাগা থেকেই লিখেছি, বিষণ্ণতা থেকে লিখেছি, আবেগ থেকে লিখেছি, ক্রোধের রঙ নিয়ে লিখেছি। ব্লগ পড়তে পড়তে কখন যে ব্লগার হয়ে গেলাম নিজেও জানিনা। ঘন্টার পর ঘন্টা ব্লগে পরে থাকা দেখে বন্ধুরা অনেক ঠাট্টা করত, আমার অবশ্য তাতে মজাই লাগত বেশি। আমার সময়ের বেশ কজন ব্লগার এখন আর ব্লগিং করেন না। ব্লগিং করেন না অনেক হার্ডকোর জনপ্রিয় ব্লগারও।

তাদের কে অনেক মিস করি। ব্লগটা হঠাতই কেমন যেন বদলে গিয়েছে। এত সব কিছুর পরেও সামহোয়ারইনব্লগ আমার কাছে একটা ভাললাগার নাম। অন্য যে কয়টা ব্লগে আমার আইডি আছে ( ফ্লাইং ডাচম্যান নামে ) সেগুলো হলঃ চতুর্মাত্রিক, আমার বর্ণমালা, আর প্রথম-আলো ব্লগ। আলো ব্লগের আইডিটা চর দখলের মত ব্যপার।

ওখানে জীবনেও লিখব না আমি। আমার ব্লগ পরিসংখ্যানঃ * পোস্ট করেছেন: ৮৫টি * মন্তব্য করেছেন: ৪৫২৬টি * মন্তব্য পেয়েছেন: ৩৩৬১টি * ব্লগ লিখেছেন: ২ বছর ১৭ ঘন্টা * ব্লগটি মোট ৫০৭৭৭ বার দেখা হয়েছে ব্লগে আস্ত দুটো বছর পার করে দেবার পরও আমার মধ্যে কোন ম্যাচিওরিটি আসেনি। লেখাতেও না! এটাই দুঃখ! এতক্ষণ কষ্ট করে যারা পড়লেন, সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা! শুভকামনা সবার জন্য। দেখা তো হল আবার অনেক কিছুর পর শ্বাশত হোক আমাদের পৃথিবী  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.