ধুর মাখা পাগলের ঝাকুনিতত্ব আবার সত্য প্রমাণিত হল! ঝাকুনি দিলে যে কিছু ভাইঙ্গা পড়তে পারে, তা বিশ্বাস না হলে এখনই পরীক্ষা করুণ। . . . . . . এর জন্য আপনার কম্পিউটারে উইন্ডোজ ৮ থাকা লাগবে (৭ এও কাজ হতে পারে, শিউর না)। . . . . একটা কিছু খুলেন যেটা ছোট একটা উন্ডো থাকে। যেমন কোন ম্যাসেঞ্জার বা নোটপ্যাড। এবার আর একটা কিছু খুলে (কোন ফোল্ডার বা কোন একটা ব্রাউজার বা যা পুরা স্ক্রীণ জুড়ে থাকে) ম্যাক্সিমাইজ করেন। . . . . . . এবার ছোট ঐ উইন্ডোটাকে সামনে আনেন। টাইটেল বারে ক্লিক করে ধরে ঝাকাঝাকি শুরু করেন, ৩-৪ঝাকি দিতে না দিতেই ঐ ম্যাক্সিমাইজ করা উইন্ডো খসে পড়বে। . . . . . পরথম যখন দেখছি তখন অবাক হইছি। জয়তু মখা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।