আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুৎ প্রাণী

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা প্রাণীটা অদ্ভুৎ, গিরগিটির মতো মুহুর্তেই সুবিধা মতো রং নেয় বদিলিয়ে প্রাণীটা শামুকের মতো শক্ত খোলসে ঢুকে যায় বিপদের সময়, হা-টা গুটিয়ে। প্রাণীটা কুয়োর মাছ কিংবা ব্যাঙের মতো সীমিত জ্ঞান নিয়ে ভাবে, বিশ্বটা হাতের মুঠোয় সাপের মতো হিস হিস করে, ফণা তোলে আবার শরীর সোজা করে, প্রয়োজনে গর্তে লুকোয়। কচ্ছপের মতো গলা বের করে এদিক ওদিক তাকায় গুটিগুটি করে হাঁটে, জানে খরগোসকে হবে হারাতে গরু, ছাগল কিংবা ভেরার মতো শান্তশিষ্ট কিন্তু সে জানে শত্রুকে ঘায়েল হয় শিংয়ের আঘাতে। প্রাণীটা সিংহের মতো, কখনো হামলে পড়ে মাংশের উপর, আর দলবেধে ঝিমোয় দার্শনিকের ভাব প্রাণীটা অদ্ভুৎ হাত-মুখ-চোখ-নাক মানুষের মতো শুধু ভেতরেই দেখা যায় পশুগুলোর অবয়ব।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।