আমাদের কথা খুঁজে নিন

   

দয়া করে আপনারা অন্য কোন নাম দিয়ে এই দলীয় সমাবেশ করুন । জাগরন মঞ্চের নাম দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা আর নাই বা করলেন

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন গন জাগরন মঞ্চের প্রথম থেকে এর সমর্থক ছিলাম । এখনও আছি সেই চেতনার সঙ্গে , কিন্তু ঐ মঞ্চের লোকদের সাথে নেই ।

এখন আসলে আর বলার অপেক্ষা রাখেনা সরকারের ছায়ায় , পুলিশের কোলে বসে একটা আওয়ামী সমাবেশ এটা । দয়া করে আপনারা অন্য কোন নাম দিয়ে এই দলীয় সমাবেশ করুন । জাগরন মঞ্চের নাম দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা আর নাই বা করলেন । খালেদা জিয়া যেমন পাইকারি হারে সবাই কে নাস্তিক উপাধি দিয়ে দিলেন তার সাথে যেমন এক মত নই এবং নিন্দা জানাই তার এই কথায় , তেমনি এখন এই জাগরন সমাবেশ নিয়ে যা হচ্ছে , তার সাথেও আর নেই । আমার মত অনেকেই যারা প্রথমে জাগরন মঞ্চে গিয়েছিলেন তারাও এখন মুখ ফিরিয়ে নিয়েছেন দলীয় এই সব কর্মকাণ্ড দেখে ।

যারা বলবেন , দলীয় লোক ও তো বিচার চাইতেই পারে , আমি বলবো হাঁ পারে । কিন্তু প্রশ্ন তখন উঠে যখন দেখি সাধারন মানুষের একটা সুন্দর আন্দোলন কে নির্লজ্জ ভাবে দলীয় করন করা হয় । যাক , ওনাদের কাজ ওনারা করুক । সময় সব কাজের বিচার করবে । হয়তো আমাকে যারা ছাগু উপাধি দিবেন , তাদের ও বলি আয়নায় নিজের মুখ টা দেখে নিন ।

আপনাদের প্রতি সন্মান জানিয়ে বলছি আমার মত সাধারন একজন কে না পচিয়ে , এই আন্দোলনের ভবিষ্যৎ আসলে কি এটা নিয়ে ভাবুন । ঠাণ্ডা মাথায় একবার চিন্তা করে দেখুন তো সেই ৫ তারিখের শুরু আর আজকের দিন পর্যন্ত কিভাবে গতিপথ বদলিয়েছে আন্দোলনের । এখন কেমন লোক সমাগম হচ্ছে ? ভাইরে , যত যাই বলেন , যতই যুক্তি দেন সরকারী মদদে আর যাই হোক , কোন আন্দোলন সফল হতে পাড়ে না । একটা কথা কেন ভাবেন না , সাধারন একটা মানব বন্ধন করতে গেলেও যে সরকার , পিপার স্প্রে , গরম পানি ঢালতো তারা আজ শুধুমাত্র তাদের পছন্দের বিষয় বলেই চারিদিকে পুলিশ , সি সি টি ভি , ক্যামেরা , বাইনকুলার , ব্যাগ তল্লাশি , রাস্তা বন্ধ করে নির্বিঘ্নে আজ এই আন্দোলন করতে দিয়েছেন । আজকের আশুলিয়া সমাবেশে কারা আছেন , পড়ে দেখুন ।

View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.