আমাদের কথা খুঁজে নিন

   

পারিবারিক সঞ্চয় সমিতির জন্য সুন্দর নাম চাই



সুপ্রিয় ব্লগার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাকে চিনতে পারছো না? কিভাবেই বা পারবে। আমি তো আর তোমাদের সাথে এক স্কুলে পড়ি না। আমি প্রাইমারী লেভেলের ঠিক মাঝামাঝি একটা ক্লাশে পড়ি। কি বুঝতে পারলে না? ক্লাশ থ্রিতে পড়ি। আমার আব্বু আমাকে একটা বিরাট দায়িত্ব দিয়েছেন।

দায়িত্বটা কি জানো? আমাদের পারিবারিক সঞ্চয় সমিতির কো-অর্ডিনেটর এবং ট্রেজারার এর দায়িত্ব দিয়েছেন। আমি এই দায়িত্বটা নিয়ে ভীষণ ব্যস্ত আছি। আগামী শুক্রবার ১৫ ফেব্রুয়ারী আমাদের পারিবারিক এই সমিতির প্রথম মিটিং। আব্বু এই সমিতির প্রেসিডেন্ট। ভাইয়া সেক্রেটারী।

চার সদস্যের এই সমিতিতে আম্মু একমাত্র সদস্য। আব্বু আমাদের কো-অর্ডিনেটর এবং সেক্রেটারীর কাজ ভাগ করে দিয়েছেন। কো-অর্ডিনেটর এবং ট্রেজারার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে অর্থের হিসাব রাখা। সদস্যদের মধ্যে সমন্বয় সাধন করা। আর সেক্রেটারী হিসেবে ভাইয়ার দায়িত্ব হচ্ছে মিটিং আহ্বান করা, আলোচ্যসূচি নির্ধারণ করা।

আমাদের এই পারিবারিক সঞ্চয় সমিতির চার সদস্যের সাথে আমাদের কাজের মেয়েটাও যুক্ত হবে। তাহলে মোট সদস্য সংখ্যা ৫ জন। আমরা প্রতিদিন ১০ টাকা করে সঞ্চয় করবো। এক মাসে সঞ্চয় হবে, ৩০ x ১০ = ৩০০ ৫ সদস্য বিশিষ্ট পরিবারে মাসে সঞ্চয় দাঁড়াবে = ৫ x ৩০০ = ১,৫০০.০০ একমাসের মোট জমাকৃত টাকা পরবর্তী মাসের প্রথম সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এভাবে আমাদের বার্ষিক সঞ্চয় দাঁড়াবে কতো জানো? ১,৫০০ x ১২ = ১৮,০০০ টাকা।

আব্বু বলেছেন, সমিতিতে দৈনিক ১০ টাকা হারে যে চাঁদা দেবো তা আমাকে উপার্জন করতে হবে। প্রতিটি সদস্য নিজ নিজ উপার্জন থেকেই চাঁদা পরিশোধ করবে। আব্বু আম্মু না হয় চাকুরি করেন। তাঁদের ১০ টাকা করে দিতে সমস্যা হবে না। আমরা দু ভাইবোন সদস্য তো এখনো খুব ছোট।

প্রাইমারী লেভেলে পড়াশুনা করছি মাত্র। উপার্জন করবো কীভাবে আর প্রতিদিন ১০ টাকা করে চাঁদাই বা পরিশোধ করবো কীভাবে? আমার মন খারাপ হয়ে যায়। আমার মন খারাপ করা দেখে আব্বু-ই সমাধান বাতলে দেন। আমি নাকি কো-অর্ডিনেটর এবং ট্রেজারারের দায়িত্ব পালন করলে সম্মানী পাবো মাসে ৩০০ টাকা। ৩০০ কে ৩০ দিয়ে ভাগ করলে ১ দিনের সম্মানী দাঁড়ায় ১০ টাকা।

বাহ্ কী চমৎকার সমাধান। আমাদের গৃহকর্মী লাকি। ওর মাসিক বেতন ৩০০ টাকা। টাকাটা কয়েক মাস পর পর ওর বাবা এসে নিয়ে যায়। এক সাথে বেশ কিছু টাকা একসাথে দিতে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়।

তাই বাবা বলেছেন লাকির প্রতিমাসের বেতন ৩০০ টাকা থেকে প্রতিদিন ১০ টাকা হিসেবে খাতায় সমিতির চাঁদা বাবদ এন্ট্রি করা হবে। লাকিরও প্রতিদিনের পারিশ্রমিক ১০ টাকা। আমাদেরও প্রতিদিনের সম্মানী ১০ টাকা। আব্বু বলেছেন আমাদের যোগ্যতা বিচার করে ভবিষ্যতে সম্মানীর পরিমাণ বাড়াতে পারেন। লাকিরও পারিশ্রমিক বাড়বে।

আমরা আরও বেশি সঞ্চয় করতে পারবো। আচ্ছা, আগামী শুক্রবার যে মিটিং হবে সেই মিটিংয়ে পারিবারিক সঞ্চয় সমিতির এক বা একাধিক সুন্দর নাম প্রস্তাব করতে হবে। বন্ধুরা, তোমাদের যদি কোন সুন্দর এবং চমৎকার নাম মনে আসে আমাকে পাঠাতে ভুলো না। এখন ঘুমোতে যাবো। আগামীকাল সকাল আটটায় স্কুলে যেতে হবে।

ততোক্ষণে তোমরা আমাকে একটি চমৎকার নাম পাঠিয়ে দিও প্লিজ.............................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.