আমাদের কথা খুঁজে নিন

   

কেনোনা তোমার থেকে দূরে বহুদূরে যাচ্ছি

শাফিক আফতাব...... ভেবোনা, ঠাঁয় দাঁড়িয়ে থাকবোনা আর বারান্দায়, সদর দরজায় টোকা দেবোনা আর কোনদিন তোমার অপোয় সারাটি বিকেল বেকার কাবার হবেনা আর, আর তোমার জন্য কোনো উৎসবে কোনোকিছু কেনার ধুম থাকবেনা গোলাপবাগানে প্রত্যুষে যাবো না আর ভোরে ফোটা প্রথম গোলাপটি ছিঁড়তে নিশিরাতে তোমার আর ঘুম ভাঙাবোনা শীতরাতে জেগে একটি কলের জন্য আর অপোর করতে হবেনা। কেনোনা তোমার থেকে দূরে বহুদূরে যাচ্ছি ২২.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।