আমাদের কথা খুঁজে নিন

   

সুমন্টোগ্রাফি বাই ডিএসএলআর ( শিক্ষানবিস ফটোগ্রাফি ) আজকের বিষয় *পানির ফোটা*

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) সকালে উঠে ফ্রেস হয়ে রান্নাবান্না শেরে আর্জেন্টিনার খেলা দেখে অংক করতে বসলাম ,, যেহেতু বাইরে বৃষ্টি তাই ক্যাম্পাসে যাবার দরকার নেই .। ফাঁকি দেবার উপযুক্ত সময়.। পিসিতে হালকা সাউন্ড দিয়ে গান শুনতে শুনতে কয়েকটা অংক শেষ করেই ক্যামেরার দিকে চোখ পড়ে আর ভালো লাগলো না ,,,, গানের সাউন্ড একটু বাড়িয়ে দিয়ে " বৃষ্টি দেখে তোমায় নিয়ে চেয়ে ছিলাম ভিজতে এক কথাতেই বুঝিয়ে দিলে তুমি যে হাড় কিপটে কিছুই তুমি চাও না দিতে কিছুই দাও না শিখতে কেমন করে হলে তুমি এমনই হাড় কিপটে " এই গানটা শুনতে শুনতে চলে গেলাম ব্যালকনিতে বৃষ্টির ছবি তোলার আশায় ..। কিন্তু যেয়ে গ্রিলে জমে থাকা ফোটা ফোটা পানি দেখে মাথা নষ্ট হয়ে গেল .. কিন্তু এখনো শিক্ষানবিশ পর্যায়ে আর লেন্স এর ঘাটতির কারনে কম্পেজিশন খুব একটা ভাল হয়নি ..। ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ১৩# ১৪# ছবি গুলো দেখে এক্সপার্ট ফটোগ্রাফার ও সমালোচক ভাই ও বোন পিলিজ ভুলত্রুটি গুলো দেখিয়ে দেবেন { বিঃদ্রঃ - ছবি গুলো আজই পয়দা হয়েছে তাই নাম রাখা হয়নি ,, কেউ যদি ছবি গুলোর সুন্দর নাম রেখে দেন তবে বড়ই উপকৃত হবো } ধন্যবাদ সবাইকে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.