ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) আমাদের এলাকায় একটা প্রচলিত প্রবাদ আছে
"আদেখলে ঘটি পেয়ে ফকির মইরলো জল খেয়ে"
আমার অবস্থাও তেমনই ..। জীবনে আজ প্রথম DSLR ক্যামেরা হাতে পেলাম এবং আজই প্রথম এধরনের কোন ক্যামেরা দিয়ে ছবি তুললাম ..।
আসেন ছবি গুলো দেখি ......
# ক্যামেরার লেন্স ক্যাপ .।
# এই ফুলের সাইজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একদম মেয়েদের নাক ফুলের মত ..।
# এটি পুরাতন কাঠের টুকরা ..।
# নীল আকাশের কালিমা ..। মানুষের মনের মত ....।
# সেভেন আপ এর বোতলের গায়ের ছবি এটা .....।
# বিকেলের শেষ আলো ....।
# পাহাড় সদৃশ মেঘ ..।
কেমন হয়েছে জানাতে ভুলবেন না .। জীবনের প্রথম প্রফেশনাল ক্যামেরা সট ......
( বিঃদ্রঃ দীর্ঘ বর্ষা শেষে এয়ারপোর্টের ভেতরে অনেক করম ফুলের গাছে খুব চমৎকার ফুল ফুটেছে আর বেশ পরিস্কার পরিচ্ছন্ন ভাবও এসেছে দেখলাম ..।
উত্তরা বা এর আশেপাশে কোন ব্লগার এমন সব সুন্দর ফুলের ফটোগ্রাফি ও বোনাস হিসেবে দ্রুতগামী গাড়ির ফটোগ্রাফি করতে চাইলে আসতে পারেন ,, যেহেতু কাল হরতাল বাবদ ছুটি আছে ,, সকাল বা বিকাল যে কোন সময়ে ,, ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।