প্রকৃত সুরে, ছন্দে, তালে, লয়ে গান শুনতে ভালবাসি। ভাল লাগে বাশী বাজাতে। সময় সুযোগে একটু একটু লেখালে-....................
শালিশী বৈঠকে রংপুরের বদরগঞ্জের রাজারামপুর কাশিগঞ্জ গ্রামে দুই বোনের নির্যাতনের ফলোআপ খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে একুশের চোখের অনুসন্ধানী দল। মধুপুর ই্উনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান আইনাল হকের লোকজন ওই হামলা চালায়। এতে একুশে টেলিভিশনের রিপোর্টার জেমসন মাহবুব, ক্যামেরাম্যান এম এ এইচ রাসেল ও জেলা প্রতিনিধি লিয়াকত আলী বাদল, মারাত্মক আহত হন।
একুশের অনুসন্ধানী দলের রাজারামপুরের কাশিগঞ্জ গ্রামে আসার খবর পেয়ে সংগঠিত হয় শালিসি বৈঠকের মুল হোতা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হকের ভাড়াটে সন্ত্রাসীরা। অনুসন্ধানী দল চেয়ারম্যান এবং সেকেন্দার মওলানার খোঁজ করলে কিছুক্ষণের মধ্যেই হামলা চালানো হয় তাদের ওপর।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান আইনাল হকের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় একুশের রিপোর্টার জেমসন মাহবুব, রংপুর জেলা প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও ক্যামেরাপার্সন এম এ এইচ রাসেল আহত হন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করলেও ওই গ্রামেই তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে লিয়াকত আলী বাদলকে অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় রংপুরের একটি ক্লিনিকে।
আর পুলিশী পাহারায় রিপোর্টার জেমসন মাহবুব ও ক্যামেরাপার্সনকে নেয়া হয় রংপুরে।
সাংবাদিকদের ওপর চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলাকে জেলা প্রশাসক ও পুলিশ সুপাার বলেছেন অনাকাঙ্খিত । আর স্থানীয় সংসদ সদস্য অপরাধীদরে আইনরে আওতায় আনার কথা বলেছেন।
এদিকে রংপুরের সাংবাদিকরা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন। তার সাংবাদিকদরে ওপর হামলাকারীদের অবলিম্বে গ্রেফতারে দাবী জানান।
মূল রিপোর্ট এইদিকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।