রফিকুল ইসলাম ----( তারিখ: ১১-০৭-২০১১ )-----
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে একটি ট্রাক উল্টে ডোবায় পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় নিহত ৩১ শিক্ষার্থীর লাশ শনাক্ত করা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
নিহত শিক্ষার্থীদের অধিকাংশই স্কুলছাত্র। মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীও রয়েছে।
স্থানীয় মাতৃকা হাসপাতালে ১১ জন, মিরসরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের লাশ রয়েছে। বাকিদের খবর জানা যায়নি।
দুপুরে মিরসরাইয়ের আবু তোরাব-বড়তাকিয়া সড়কের মাঝামাঝি স্থানে একটি সেতুর কাছে একটি ট্রাক (চট্ট মেট্রো ড-১১-০৩৩৭) উল্টে যায়। ট্রাকটি রাস্তার পাশের ডোবায় পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই ট্রাকে ৭০-৮০ জন শিক্ষার্থী ছিল।
তারা মিরসরাই স্টেডিয়ামে স্থানীয় পর্যায়ে আয়োজিত আন্তস্কুল বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়িতে ফিরছিল। পথে তারা এ দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনাস্থলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পৌছেছেন। দুর্ঘটনার পরপর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ আশঙ্কা করেছিলেন, ট্রাকে থাকা অধিকাংশ শিক্ষার্থী নিহত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও বিডিআর উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।