সোমবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এম এ মালেক জানান, ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন দিয়ে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সকাল ১১টায় আকস্মিক অভিযান চালানো হয়।
এ সময় তিনটি বোমা মেশিন জব্দ করে তা ভেঙে ফেলা হয়।
পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।