আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় মাত্রা'র সম্মানিত উপস্থাপক জনাব জিল্লুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন???????????

তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে মনে ব্যাথা নিওনা। কারণ, মানুষ সবসময় গাছের মিষ্টি ফলটিকেই ঢিল মারে। আপনার অনুষ্ঠানে ইদানিং ভোটিং সিষ্টেম চালু হয়েছে, যা তৃতীয় মাত্রা অনুষ্ঠানটিকে একটি ভিন্ন মাত্রা এনে দিয়েছে। এবং এই ব্যাপারটি অন্যান্য টক শো'র জন্যও অনুকরনীয় হবে বলেই আশা করি। আমি তারিখটি ঠিক বলতে পারছি না, তবে এই মাসেরই ১০/১১ তারিখের দিকে হবে, আপনি আপনার অনুষ্ঠানে আইসিটির আসামী পক্ষের আইজীবী জনাব তাজুল ইসলাম এবং সরকার দলীয় সাংসদ জনাব গোলাম মাও্লা রনি'কে আমন্ত্রণ জানিয়েছিলেন।

কোন টকশোতে যখন গোলাম মাওলা রনি থাকেন তখন এ দেশের যে কোন দলের সমর্থকই হোন না কেন রনি'র কথাগুলো অত্যন্ত মনযোগ দিয়ে শুনেন। কারন তিনি সরকারী দলে থেকেও সরকারের সমালোচনা করতে পিছপা হন না। কিন্তু আপনার পরিচালনায় সেদিনের অনুষ্ঠানে আপনার প্রচলিত ভোটিং সিষ্টেমের কল্যানে দেখা যায় আইসিটির আসামীপক্ষের আইনজীবী জনাব তাজু্ল ইসলাম রনির চেয়ে বেশী দর্শক সমর্থন পেয়েছেন। এবং আমার বিবেচনাতেও জনাব তাজু্ল অত্যন্ত যুক্তি দিয়ে সেদিনের অনুষ্ঠানে প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন। আপনার কাছে বিনীত অনুরোধ যদি সম্ভব হয়, তবে, আপনার অনুষ্ঠানে জনাব তাজু্ল ইসলাম এবং ড. তুরিন আফরোজকে একসঙ্গে দেখতে চাই।

ধন্যবাদ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।