আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। অবনী বাড়িতে নেই শক্তি রাতের কড়া নেড়ে যায় অতন্দ্র প্রহরীর বাঁশীর নাদ দূর্বাঘাসের বুকে শিশিরপাত চঞ্চল হাওয়ার তাড়ায় ঝরে পড়ে মাটির বুকে শ্যামগাঁয়ের চিন্ময় চিবুকে অবনী বাড়িতে নেই শক্তি অবনীরা বাড়িতে থাকে না। অন্তঃপুরে কেউ জপে বেদনার মালা শূন্য হাঁড়ির পাশে কারো ফুটো থালা কেউ যায় শ্মশানে গোরস্থানে কেউ আসে পাঠ করে নব নিয়তি অবনীরা বাড়িতে থাকে না অবনী বাড়িতে নেই শক্তি। ২। আমাকে এখানে রেখো না আমাকে এখানে রেখো না ঘর দোর বারান্দায় চিলেকোটায় রেখো না হাঁড়ি পাতিলে আলু পটলে আমাকে রেখো না কানের দুল নাকফুলে। আমাকে রেখো বাহির বাড়িতে পথ কিংবা আলের ধারে আমাকে রেখো খোলা আকাশে মাটির বুকে ঘাসের সুখে। আমাকে হাতে রেখো না পাতে রেখো না বাহুতে রেখো না বিছানায় রেখো না কড়িতে শাড়ীতে সুঁই সুতোয় রেখো না রেখো না মায়াজালে বন্ধনের খেলে। আমাকে রেখো বনে বাদাড়ে মাঠে ঘাটে তরীতে তেপান্তরে আমাকে রেখো দ্বীপ থেকে দ্বীপান্তরে আমাকে রেখো বৃক্ষ বাকলে সবুজ অন্তরে। ছবিঃ নিজস্ব এ্যালবাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।