আমাদের কথা খুঁজে নিন

   

চৌহালীতে যমুনার ভাঙ্গন অব্যাহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আশঙ্কা প্রকাশ করে বলেন, উপজেলা সদরের ভাঙ্গন থামছে না। যেকোন সময় পুরো উপজেলা সদর যমুনায় চলে যেতে পারে।
কয়েকদিন ধরে যমুনার পানি কমতে শুরু করায় চৌহালী উপজেলা সদর এলাকায় যমুনার ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে।
ইউএনও’র কার্ালয়ের উত্তর দিকে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের আশঙ্কায় ইতোমধ্যেই সদরের প্রায় সব ভবনের মালামাল ও কাগজপত্র চৌহালী ডিগ্রি কলেজে স্থানান্তর করা হয়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি ঘোষ বলেন, ভাঙ্গন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে জিও ব্যাগ ফেলা হচ্ছে। কিন্তু তীব্র্র স্রোতের কারণে তাতে কাজ হচ্ছে না।
উপজেলা সদরের ব্যবসায়ী মাহমুদুল ইসলাম বলেন, ভাঙ্গন ঠেকাতে পাউবো সঠিক সময়ে ব্যবস্থা না নেয়ায় এমন পরিণতির শিকার হতে হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।