প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই আইফোনের পর এবারে স্যামসাং ও নিয়ে এলো চমক। তাদের নতুন পন্য গ্যালাক্সি এস ফোর নিয়ে গুজব এবং প্রত্যাশার সমাপ্তি টানল আজ নিউইয়র্ক সময় দুপুর ১২টায়। এ সংবাদ সম্মেলনে তারা তাদের বহুল প্রত্যাশিত ফোনটির আগমনী বার্তা ঘোষনা করল। বাজারে ইতিমধ্যেই গুজব ছিল ফোনটি হতে পারে মোড়া যায় কিংবা বাকানো যায় এমন স্পর্শকাতর। সব গুজবকে মিথ্যা প্রমান করে তারা অনেকটা নোট-টু বা গ্র্যান্ড এর মতো আকার ও ডিজাইন নিয়ে বাজারে নিয়ে এলো এস ফোর। তবে আগের ফোনগুলো থেকে এটি অনেক বেশী শক্তিশালী । তবে এটিতে থাকছে নতুন কিছু ফিচার। যা ইতিপূর্বে কোন এন্ড্রোয়েডে দেখা যায়নি। সেটটি এতটাই দক্ষ যে , কেউ চাইলে খুব সহজেই এটিকে তার পকেট রোবট হিসেবে ব্যবহার করতে পারবেন। উপরের ছবিটির মতোই আপনিও একে হাতের ইশারায় ব্যবহার করতে পারবেন চলুন এক নজরে দেখে নেয়া যাক সেটটির স্পেসিফিকেশন: হার্ডওয়্যার: ৫ ইন্ঞি, ১৯২০ x ১০৮০ ডিসপ্লে ১.৯ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ওজন হবে ১৩০ গ্রাম পাতলা হবে ৭.৯ মিমি পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল সামনের ক্যামেরা ২ মেগাপিক্নেল ১৬/৩২/৬৪ জিবি মেমোরি, যেখানে আপনি চাইলে মাইক্রো এসডি স্লটে আরো স্টোরেজ বাড়াতে পারেন ওয়াই-ফাই ৮০২.১১ ব্যাটারি হবে ২,৬০০মিলিএ্যাম্প আওয়ার(mAh) গরিলা গ্লাস থ্রি সফটওয়্যার অপারেটিং সিষ্টেম: গুগল এন্ড্রোয়েড ৪.২.২ জেলিবিন ড্রামা শট: ডুয়াল ভিউ: গ্রুপ প্লে: ষ্টোরি এ্যালবাম: এস হেলথ: এস ট্রান্সলেটর: এস ভয়েস ড্রাইভ: স্যামসাং অপটিক্যাল রিডার: স্যামসাং ওয়াচ-অন: স্মার্ট পজ: আরো ডিটেইলস আসছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।