আমি কিছুদিন আগে Samsung Galaxy Core মোবাইল কিনি কিন্তু Samsung Galaxy Core 480P পর্যন্ত সাপর্ট তাই 1080P চলে না। আমি Mx Player ব্যাবহার করি এই প্লেয়ারটি আমার খুবই পছন্দের আর HD Player ও V Player দিয়ে 720P চলে আর 1080P চালাইলে স্লো হয়ে যায়। কিন্তু Mx প্লেয়ার দিয়ে 720P চলে না শুধু সাউন্ড হয় আমি MX প্লেয়ার এর কোডেক ডাউনলোড করেছিলাম কিন্তু ইনস্টল হয় না।
প্লিজ কেউ সমাধান দিন। আর ভিডিও কনভার্ট করলে পরিশকার হয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।