অনেক সময় এক ব্লগারের সাথে আরেক ব্লগারের পরিচিত হবার বা সাহাজ্য দরকার হয় । যেমন একজন PHPর কিছু টিউটেরিয়াল দিলো । এটা আমার বা আর এক ব্লগারের দরকার ছিলো, সে বা আমি কিছুটা উপকার পেলাম আরকিছু প্রয়জন । তখন কি করবো? হয়তাবা তার পোস্টে কমেন্টস করে বল্লাম । কিন্তু সবাই আমার মন্তব্য বা লেখকের উত্তর দেখতে পাবে । যা লেখক বা আমি এটা চাচ্ছিনা তাহলে একটা বিরাট সমস্যা। এ সমস্যার সমাধান আমরা সামুতে চাই, যেমন এ সমস্যার সমাধান আছে নিন্মে .....http://www.banglaeye.com/blog/ ....http://www.amaderrajshahi.com/diary/.......http://www.amarputhia.com/blog/index.php সাইট গুলার ব্লগে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।