আজ আমার সামুতে ব্লগিং এর একবছর পূর্ণ হয়েছে। আজকের দিনে সামু কে নিয়ে খারাপ কিছু পোস্ট দিবো বা কোন অভিযোগের পোস্ট দিবো তা আমার কল্পনাতেও ছিল না। সামুর মোডারেশন এর আস্তিক নাস্তিক এর কামড়াকামড়ি আর দুই দলের গালিগালাজ পোস্ট ছাড়া মনে হয় আর কোন পোষ্টের মূল্য নেই। আজ সকাল ১০.১৫ মিনিটে আমি আমাদের পপসম্রাট গুরু আজম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই পোস্ট গুরু এই অকৃতজ্ঞ বাংলার মানুষকে তুমি ক্ষমা করে দিও দিয়েছিলাম। পোষ্টের শিরোনামের এর যথাযথ সত্যতা প্রমান করলো সামুর মডারেশন বা আমাদের অসভ্য মোডু।
কারন পোস্ট এক মিনিট পরেই প্রথম পাতা থেকে গায়েব হয়ে যায়। এমনকি ২য়,৩য় কোন পৃষ্ঠায় পোস্টটি পেলাম না। আমি প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর যখন দেখলাম ১০.১৩ মিনিটে দেয়া অন্য ব্লগার এর টিভি কেনার পরামর্শ চাওয়া পোস্টটি প্রথম পাতায় আছে এবং আরও আছে বিরোধীদলীয় নেত্রিকে নিয়ে বাজে শিরোনাম দিয়ে করা একটি পোস্ট তখন বুঝতে বাকী রইলো না যে এটা সামু ইচ্ছাকৃত ভাবে সরিয়ে ফেলেছে। যা আমি ফেইসবুকে ব্লগার শশী হিমু ভাই কে লিঙ্কটা দিয়ে অভিযোগ জানাই। উনিও সামুর এই কর্মকাণ্ডে হতাশ হয়ে সামুকে ব্যঙ্গ করে মন্তব্য করলেন।
এখন আপনারাই বলেন আমার এই পোস্ট এর অন্যায়টি কি? পপসম্রাট আমাদের সবার শ্রদ্ধেয় যাকে আমরা আজকের এই দিনে হারিয়েছিলাম তাকে সমন্ধে নতুন প্রজন্ম সহ সবাইকে অনেক কথা জানানোর প্রয়োজনীয়তা থেকে ভালোবেসে এই পোস্ট দিয়েছিলাম। আমি সামুর সকল সচেতন ব্লগারদের কাছে বিষয়টা জানিয়ে গেলাম। হয়তো এটাই হবে আমার শেষ পোস্ট হয়তো বা নয়। দেখি আপনারা কি বলেন.........। আমি এখন আর কিছুই বলবো না।
কারন সামুকে গালি দিতেও আমার রুচিতে বাঁধছে যারা ব্লগিং এর নামে একটা দালাল শ্রেণিতে পরিনত হচ্ছে আর ব্লগটাকে চটি পেইজে ব্লগে পরিণত করতে চাচ্ছে।
***এখানে উল্লেখ্য যে আমি সকালে দেয়ার পোস্টটি মুছে আবার ২ টার সময় নতুন করে চেষ্টা করলাম দেখলাম তাও কোন কাজ হচ্ছে না তাই বাধ্য হয়েই এই পোস্ট দিয়েছি,*** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।