হ্যা প্রথম আলোও বদলে গেছে। তাদের নিউজ এখন তারা ভিন্ন দেবার চেষ্টা করছে। তাদের নিউজ আর নিরপেক্ষ নেই। গতকাল বাংলা ব্লগগুলোতে ৫০ টার মত পোষ্ট দেখলাম প্রথম আলোর মতলববাজ নিউজ নিয়ে।
দেশের সবগুলো প্রত্রিকা খবর ছিল গতকালকে প্রায়ই এক রকম।
আর প্রথম আলোর নিউজ ছিল বেশ ব্যাত্তিক্রম। মনে হচ্ছিল সাচ্চা আওমীলীগের কোন নেতা যেন গাজা খেয়ে ওই নিউজ লিখেছিল।
আর লক্ষনীয় ছিল সংসদে সাহারা বানু প্রথম আলোর সেই গাজাখোরি নিউজটাকেই উদ্ধৃতী দিয়ে ফারুকের ওপর হামলা জায়েজ করলেন :
বিরোধীদলীয় চিফ হুইপের ওপর পুলিশি হামলা প্রসঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ ফারুকের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যদের একটি মিছিল হরতালের প্রথম দিন বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে আসতে থাকলে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিবেশন চলাকালে সংসদ ভবন এলাকায় সব ধরনের মিটিং-মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার কথা স্মরণ করিয়ে ওই এলাকার সীমানার বাইরে যাওয়ার জন্য তাদের বিশেষভাবে অনুরোধ করেন। এ সময় ফারুকসহ অন্যান্য সংসদ সদস্য, এমনকি মহিলা সংসদ সদস্যরা পুলিশ সদস্যদের তুই-তোক্কারি করে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ফারুক সংসদ ভবনের গেটম্যানকে থাপ্পড় মেরে ফেলে দিয়ে এগুতে থাকেন।
পরে পুলিশের বাধা পেয়ে তাদের মিছিল ফার্মগেট পুলিশ বক্সের সামনে অবস্থান নেয়। সেখানে পুলিশ বাধা দিলে তারা আবারও মিছিল নিয়ে এসে ১ নম্বর ন্যাম ভবনের বিপরীত দিকে অবস্থান নেন। এসময় ফারুকসহ বিএনপির সংসদ সদস্যরা রাস্তায় চলাচলরত যানবাহন লক্ষ্য করে ঢিল ছোড়েন। কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা এতে বাধা দিলে ফারুক উত্তেজিত হয়ে ওই পুলিশ কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের দেখে নেয়ার হুমকি দেন। এ অবস্থায় একজন উপ-পুলিশ কমিশনার তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে গালাগাল ও লাঞ্ছিত করেন।
ক্ষমতায় গেলে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেন। একপর্যায়ে অন্যান্য পুলিশ এগিয়ে আসে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি (বিরোধীদলীয় চিফ হুইফ) মাটিতে পড়ে যান এবং মাথায় আঘাত পান। এজন্য দুঃখ প্রকাশ করছি।
আবদুল গাফফার নামের লন্ডন প্রবাসী একজন আওমী কলামিষ্ট এর কথা মনে পড়ছে ।
ডঃ ইকবাল যখন মালিবাগে তার কমীদের নিয়ে বিএনপির শান্তিপুর্ন মিছিলে গুলি চালিয়ে চারজন বিএনপি কর্মিকে হত্যা করেছিলেন তখন গাফ্ফার কলাম লিখলেন যে ঐটা নাকি ক্যামেরার কারসাজি!
কিন্তু বর্তমানে ভিডিও ক্যামেরা ছিল একাধিক। ইউটিউবের কল্যানে সার বিশ্ব দেখলেও মতি মিয়ার গাজাখোর সাংবাদিক গঞ্জিকা সেবন করে ঝিমিয়ে ছিল হয়ত। কিন্তু মতি মিয়া কোথায় ছিল?
নিলর্জ এই ভারতের দালালটাকে হাচিনার দল সংসদে ধোলাই দিয়ে ছিল। শুনতে পেয়েছিলাম তিনি নাকি ১৭ আগষ্ট বোমা হামলার প্রধাণ পরিক্লপনাকারী। কিন্তু ভারতের সমঝোতার দরুন তিনি নাকে ক্ষত দিয়ে আগামী জীবন আওমলীগের পাচাটার শর্তে রেহাই পেয়েছেন।
তার জায়গায় তারেক রহমান এর নাম বসানো হয়েছে।
টাকা দিয়ে গঞ্জিকা সেবন কারীদের পত্রিকা পড়ার কোন মানে হয়না। তাই সাবার কাছে অনুরোধ আসুন প্রথম আলোকে না বলি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।