আমাদের কথা খুঁজে নিন

   

আমি স্বপ্ন দেখি নতুন আলোকে

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে যেন করিতে পারি জয় ।“ জীবনে শুরুটা ছিল অনেক গুছানো কেন জানি আমার স্বপ্নগুলি সবাই মিলে যেন না পূরন হয় এ চেষ্টাতেই বুঝি লিপ্ত ছিল বেশি মাঝে ভাবতাম আমি আর স্বপ্ন দেখব না আজো আমি স্বপ্ন দেখি নতুন আলোকে শুধু আজ এ স্বপ্নের সাথে আমার স্বপ্নের আকাশ - পাতাল প্রভেদ, কিন্তু এত কিছুর পরও আমি ওদের মত মুখোশের আশ্রয় নিচ্ছি না মুখোশ পড়লে ও ছলনার আশ্রয় নিলে স্বপ্নগুলি খুব পরিকল্পিতভাবে পূরন হয় আমার জীবনের কিছু অপ্রাপ্তি কে আমি লুকাতে চাই না, কি হবে এসব লুকিয়ে টুকিয়ে সবাই আমাকে ছোট ভাববে, ভাবুক কিন্তু আমি কখনই নিজের কাছে ছোট হতে পারব না নিজের কাছে মিথ্যে বলে, সততাকে বিসর্জন দিয়ে নিজের কাছে ছোট হয়ে অন্যের কাছে ওরা বড় হয় আমি দেখি কিভাবে ওরা নিজের কাছে ছোট হয় দেখি ওদেরকে সদ্য জবাই করা মুরগীর মত ছটফট করতে দেখি আর হাসি, ভাবি এই বড় হওয়াটাও ওদের স্বস্তি দেয় না আমি যদি বড় হই নিজের কাছে বড় থেকেই বড় হব স্বমহিমায় যদি বড় হতে পারি তো হব নাহলে আমি এই ভাল আছি এই বেশ আছি আমি স্বস্তিতে আছি ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.