সবুজ লালের চেতনায়.. পোস্ট টি দেখুন- Click This Link যৌন সুড়সুড়ি দিয়ে হাতিয়ে নিলো "দর্পন" নিকটি ৪৩ একটিভ মেইল একাউন্ট! আপনি এক্সক্লুসিভ কিছু দেখার আশায় দিয়ে দিলেন আপনার একটিভ মেইল একাউন্ট টির ঠিকানা! উদ্যেশ্য কি তার? আসুন দেখি আপনার মেইল ঠিকানা দিয়ে সে কি করতে পারে- ♦ আপনাকে একের পর এক স্প্যাম মেসেজ পাঠাতে পারে! কিবা আসে যায় তাতে, তাই না? এই স্প্যাম মেসেজগুলোতে থাকতে পারে ভাইরাস, হ্যাকিং টুল কিংবা আপনার ব্যাংক একাউন্টের ফিশিং ওয়েবসাইট, যার মাধ্যমে ফাকা করে দিতে পারে আপনার ব্যাংকের পুরো টাকাটাই! ♦ অনবরত একের পর এক স্প্যাম মেসেজ পাঠিয়ে আপনার মেইল এড্রেসটিও জ্যাম করে দেয়া সম্ভব, যেটার ব্যাবহার করে থাকে নভিশ হ্যাকাররা। ♦ আপনার মেইল একাউন্টের নাম ইউজ করে পাঠাতে পারে অন্যের কাছে স্প্যাম মেইল! তিনি মনে করবেন আপনিই পাঠিয়েছেন! পিএইচপির সামান্য কিছু টেকনিক খাটিয়েই এটা করা সম্ভব! ♦ হ্যাক করতে পারে আপনার মেইল একাউন্ট টিই! ভেবে দেখুন, আপনার মেইলে প্রয়োজনীয় কি কি আছে। গোপনীয় কিছু থাকলে তো কথাই নেই! ব্ল্যাকমেইলের শিকার হয়ে টাকা গুনে যাবেন বছরের পর বছর! সুতরাং, ভাই আমার, জানি আমি "লিঙ্গ খাড়াতং, বুদ্ধি নাশং"! তবুও অনলাইনে কোথাও মেইল একাউন্ট দেবার আগে একটিবার চিন্তা করে নেবেন! বিঃদ্রঃ আমি টেকি নই, তাই অনেক কিছু হয়তো বলতে পারিনি। টেকি ভাইয়েরা আরো কিছু খারাপ দিকের কথা হয়তো বলতে পারবেন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।