আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিওঃ স্টেপ ব্রাদার(২০০৮ রিলিজ)

জাগো বাহে কোনঠে সবায় উইল ফ্যারেল ও জন সি রেলি অভিনীত এই মুভিটি দুর্দান্ত হাসির,মাস্ট সি মুভি। উপরের দুজনই এই মুভিতে ৪০ বছরের বুদ্ধি প্রতিবনদ্ধী যুবক। উইল ফ্যারেল থাকে তার ডিভোর্সী মায়ের সাথে,আর জন সি রেলি থাকে তার ডিভোর্সি বাবার সাথে। সবকিছুই ঠিকঠাক ছিলো। কিন্তু গোল বাধলো যখন দুই বূড়ো-বুড়ি ঠিক করলো তারা বিয়ে করবে।

এবং করেও ফেললো। বিয়ের পর মহিলা উইলকে নিয়ে জনের বাবার বাড়িতে উঠে। কিন্তু প্রথম দিনই জন উইলকে জানায় সে তাকে কি পরিমান ঘৃনা করে। আর মানা করে এ বাড়ির যত্রতত্র যাতে সে না ঘুরে বেড়ায়,কারন তার একটি নিজস্ব মিউজিক রুম আছে,সে যাতে কিছুতেই হাত না লাগায়। আর উইল নিরবে তার সব যন্ত্রপাতি শুধু নস্টই করেনি,যেহেতু হাত লাগাতে নিষেধ করেছে,তাই প্রতিটাতে সে ঘৃনায় তার অন্ডকোষ লাগায়।

ফলে ঘটনা কোন দিকে গড়ালো এটা দেখতে আপনাদের মুভিটা দেখার অনুরোধ করলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.