আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনার পক্ষ থেকে ইন্ডিয়াকে গিফট : বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ওপর ১০% ট্যাক্স╫ বসিয়ে ইন্ডিয়ানদের পথ সুগম করা

পরে লিখবো... হাসিনা ! আহা.. কি একটা মধুর নাম! তাহারে নিয়া ইন্ডিয়ান সিঙ্গার বাঁধে গান: এইখানে টোকা দিন। ইন্ডিয়ার প্রাণের দোস্ত, তারা বলেন হাসিনা মূখ্যমন্ত্রী*। তিনি অবশ্য প্রতিবাদও করেন নি। {সত্যি কথায় আবার প্রতিবাদ কি, অ্যা ! } কিছুদিন আগে জনপ্রিয় ফ্রিল্যান্স সাইট ওডেস্ক এর জরিপে এসেছে ঢাকা ফ্রিল্যান্সিং-এর দিক থেকে সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে এসেছে। এমনকি ফ্রিল্যান্স-হাব খ্যাত ভারতের বেশ ক'টি শহরও ঢাকার পেছনে।

এখন দেখি কীভাবে আমাদের ফ্রিল্যান্সার রা ওদের সেরা হলো: কী কী সুবিধা সরকার আমাদের ফ্রিল্যন্সারদের দিয়েছে। ১}. নিরবিচ্ছিন্ন লোড শেডিংয়ের নিশ্চয়তা ২}. ধীর গতির ইন্টারনেট প্রাপ্তির নিশ্চয়তা ৩}. সাত-সমুদ্র-তেরো-নদী ঘুরিয়ে দেশে টাকা আনার ব্যবস্থা.. আরো অনেক অনেক কিছু। বিরোধী দলও সাপোর্ট দিয়ে যাচ্ছে: নিয়মিত হরতাল দিয়ে । যাহোক, সরকারের দেয়া এতসব সুবিধাই হলো ভারতসহ বিশ্বের অন্যান্য শহরকে ছাড়িয়ে ঢাকার তৃতীয় অবস্থানে উঠে আসা। ডিজিটাল বাংলাদেশ খ্যাত এই সরকার এবার নতুন একটি সুবিধা যোগ করলো।

এবার থেকে ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০% ট্যাক্স কেটে নেয়া হবে । খুবই ভালো সংবাদ । আসুন ফ্রিল্যান্সার ভাইরা, আনন্দে বগল বাজাই । এবার যে আমরা সবাই প্রথম হবো । ঠেকায় কে মোরে এবার ! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ বাংলাদেশ জিন্দাবাদ।

বঙ্গবন্ধু চিরদিন বেঁচে থাকুক ! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ এবার আসল খবরটা চুপি চুপি কইয়া ফালাই: আমার চোস্ত ফ্রিল্যন্সার এব বন্ধু জানাইলো, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের চাহিদা বিশ্বব্যাপি বাইড়া গেছে। এজন্য ইন্ডিয়ান ফ্রিল্যান্সারা তদের পশ্চাদ্দেশে বাংলাদেশের কঁচি বাঁশের আগা অনুভব করা শুরু করছে। তাদের মন্ত্রী-মিনিসটার রা তো আমাদের মতো নয় যে তারা দেশের ভালো চায় না! তাই.. "বাঁশের কিছু ছাঁট যাতে বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরও দেয়া হয়" এই মর্মে তাদের আর্জি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হাসিনার উদ্দেশে তদবির শুরু করেছিলেন । অবশেষে : হাসিনা তাদের জানের দোস্তদের খুশি করতে আমাদের ফ্রিল্যান্সাদের ওপর ১০% ট্যাক্স বসাইলো! ডিজিটাল বাংলাদেশ নয় ডিজিটাল ভারত গড়াই হাসিনার লক্ষ্য । জয় হিন্দ !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.