আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আনন্দিত পথ গড়ি (একটি ফেসবুক ইভেন্ট)

প্রচন্ড দাবা-দহে অস্থির নাগরিক জীবন...তারপরও জীবন ও জীবিকার তাগিদে সবাই ছুটছে গন্তব্যের উদ্দেশ্য... রাস্তায় বের হলেই অসহ্য যানজট তার উপরে মার্কেট গুলোর আশে-পাশে ছিন্নমূল পথশিশুদের অত্যাচারে নাভিশ্বাস জন জীবনে.... কখনো কি কেউ খেয়াল করেছেন ধূলো-বালিতে আর ক্ষুদায় মলিন হয়ে থাকা সেই সব মুখশ্রীর দিকে... ঐ বয়সের একটা ছেলে/মেয়ে, ভাই-বোন, ভাগ্না-ভাগ্নি, ভাইস্তা-ভাস্তি অথবা ঐ রুপ স্নেহ/আদরের সম্পর্কের কেউ না কেউ আপনার পরিবারে ও আছে । যার জন্য এই ঈদে ভালোবাসার পরশ মিশিয়ে অনেক খুঁজে একটা পোষাক কিনেছেন তার খুশিতে ঝিলিক দেয়া চোখের চাহনি দেখার প্রতিক্ষায়.... ছিন্নমূল নাম না জানা ঐ সকল পথশিশুর মুখে হাসি ফোটাতে আমাদের এক্টুখানি সাহায্য করবেন...??! ঈদের সময় মার্কেট গুলোতে ভীড় এক্টু বেশীই হয়…. মার্কেট গুলোর আশে-পাশের ফুটপাথ গুলোর অবস্ত্থা থাকে আরো করুণ…. দুটা টাকা দিবেন বলে ডান হাত বাড়িয়ে দিচ্ছে উদোম গায়ে সাত/আট বছরের পিচ্চি পিচ্চি ছেলে-মেয়ে…. আবার কতগুলো জীর্ণ কাপড়ে শীর্ণ দেহে শপিং ব্যাগ বিক্রির আশায় এদিক সেদিক ছুটতে থাকে বিভ্রান্তের মতন…..দেখলেই মনে হবে পাঁচ টাকা দামের একটি ব্যাগ বিক্রয় আর যুদ্ধে দেশ জয় তার কাছে একই আনন্দের…. আপনার প্রিয়জনের জন্য ক্রয় করা ঈদের নতুন জামাটা খুব যত্নের সহিত চালান করে দিচ্ছেন পাঁচ টাকায় কেনা সেই ব্যাগের ভেতর….. তৃপ্তিতে আপনার মনটাই আনন্দের আতিসায্য পরিপূর্ণ…. আপনার নিজের জন্য ও কিছু একটা কিনা দরকার… ১২০০ টাকা দিয়ে এক্টা শার্ট কিংবা ২০০০ টাকা দিয়ে পাঞ্চাবী, সাথে ১৫০০ টাকার এক্টা জিন্স প্যান্ট….. ১০০০ টাকায় এক্টা স্যান্ডেল… আসুন না এক্টা কাজ করি…. নিজের বাজেট থেকে অন্তত দুশো টাকা করে দিয়ে সবাই মিলে বড় এক্টা ফান্ড তৈরি করি.... নিজের ২০০ টাকা দিয়ে কি বা আর হবে কিন্তু যদি ১০০ জন মিলে ২০০ করে দেই , তাহলে বিশ হাজার… ২০০ জন হলে চল্লিশ হাজার… ৩০০ জন হলে ষাট হাজার টাকা হবে…… সবার সম্মিলিত ক্ষুদ্র প্রয়াস আমাদের সাহায্য করবে বেশ কিছু সংখ্যক পথ শিশুর ঈদের আনন্দে সামিল হতে… জীর্ণ জামা দিয়ে নয়…নতুন জামায় ঈদ উদযাপন করার অনাবিল আনন্দ আর হাসিতে ভরে উঠবে মলিন সেই মুখ…. কি বলেন সবাই…?? নূন্যতম ২০০ টাকা করে দিতে কি পারবো….??!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।