সিমফোনি ডাব্লিউ ৭০ (Symphony w70) হ্যান্ডস-অন রিভিওঃ-
৪ দিন ব্যবহার করলাম ফোনটি । ফোনটির কিছু দিক আমার ভাল লাগলেও কিছু কিছু দিক আমার একদম ভাল লাগেনি । আমি কিনেছিলাম ১০১৯০ টাকায়। সাথে কোন মেমরিকার্ড ছিলনা তবে একটি টেলিটক সিম সাথে ১ জিবি ডাটা, ভিডিও কল, ভয়েছ কল ও এস, এম, এস ফ্রি ছিল। ও আগে সিমফোনি ডাব্লিউ ২৫ ব্যবহার করতাম
[img|http:
আমার দৃষ্টিতে ফোনটির ভাল দিক-
. ২৫০০ mha ব্যটারি 1 ব্যটারি ব্যাকাপ বেস ভাল ।
. বেস ফাস্ট 1 gh dual core processor, 471 MB ram, 520mb rom, 2.05gb internal sd.
. ৩জি video call করেছি । সাথে দেওয়া টেলিটক দিয়ে ১mbps স্পিডে ডাউনলোড হয় বেসি ভাগ সময় ।
. বেস ভাল বংলা সাপোর্ট এবং সেটিং ও মেনু বংলায় করা যায় ।
. সাথে বেস ভাল একটি হেডফোন দিছে । হেডফোনে সাউন্ট বেস ভল ।
. Flash player, Droidvpn, Skype video call সাপোর্ট করে ।
. HD ভিডিও ৭২০*১২৮০ (3gp) ফরমেটে রেকডিং হয় ও HD ভিডিও প্লেহয় ।
. সহযে রুট করা যায় । আমি রুট করেছি ।
আমার দৃষ্টিতে ফোনটির খারাপ দিক-
. রেসিং গেম খেলা যায় না ।
মানে ডান বাম ঠিকমত হয় না।
. বেস ভারি ও মোটা
. ক্যমেরা আন্যান্য চাইনিছ 5MP চেও খারাপ এবং ফ্লাস লাইট কোন ছবি উঠার
উপযুক্ত না, মানে হাস্যকর খারাপ । ফন্ট ক্যমেরাও খারাপ ।
. ডিসপ্লে ব্রাইটনেছ কম ।
. স্পিকার সাউন্ট কম এবং শ্রুতি মধুর না ।
. টাচ রেছপন্চ অনেক কম, মাজেমাজে এক জাগায় টচ করলে অন্য জাগায় কাজ করে এবং মাজেমাজে কাজেই করেনা ।
. gravity, gyroscope, magnetic, light Sensor নাই।
. ফোন চার্জে দিলে বা usb cable লাগালে টাচ উলটা পালটা কাজ করে 1
. হেডফোন ছারা FM Radio চলেনা ।
সবশেষ, বলব যারা এনড্রইডে গেম খেলেন তাদের জন্য এই ফোন নাকিনাই ভাল । আমি আসলে ফোনটি নিয়ে খুশিনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।