I realized it doesn't really matter whether I exist or not. সিমফোনি ডব্লিউ ৫ রিভিউ
কমদামে অ্যান্ড্রয়েডের স্বপ্ন আমাদের অনেকেরই আছে। সেই স্বপ্ন পূরণে চাইনিজ সেটগুলোই যখন একমাত্র উপায়, তখন সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়ায় কোনো ওয়ারেন্টির অনুপস্থিতি। আর তাই বাংলাদেশে সিমফোনি সেটের চাহিদার কোনো অভাব নেই। এদের সেটগুলোও ভালো, টেকসই ও কমদামে বেশ ভালো বৈশিষ্ট্য পাওয়া যায়।
কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কেমন পারফর্ম করবে সিমফোনির সেটে? সম্প্রতি কয়েকটি সিমফোনি অ্যান্ড্রয়েড সেট বের করার পর এই প্রশ্নই অনেক অনেক অ্যান্ড্রয়েড প্রেমী ও অ্যান্ড্রয়েড ফোন কিনতে ইচ্ছুক মানুষের মনে।
তাদের এই ইচ্ছার বহিঃপ্রকাশ হয় অ্যান্ড্রয়েড কথনের ইনবক্সে।
আর তাই সময় নিয়ে লিখে ফেললাম অ্যান্ড্রয়েড কথনের প্রথম হ্যান্ডস-অন রিভিউ, সিমফোনি ডব্লিউ ৫। সেটটির বিভিন্ন দিক দিয়ে বিস্তারিত জানতে ও মন্তব্য করতে এখনই চলে যান অ্যান্ড্রয়েড কথনের সংশ্লিষ্ট পোস্টটিতে।
সিমফোনি ডব্লিউ ৫ রিভিউ
দ্রষ্টব্যঃ সেট সংক্রান্ত প্রশ্ন অ্যান্ড্রয়েড কথনের পোস্টে করার জন্য অনুরোধ করা হলো। তাহলে উত্তর দ্রুত পাবেন।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।