আমাদের কথা খুঁজে নিন

   

রানীদের নৃত্য তা থৈই থৈই

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. ছোট্ট একটা দ্বীপ ,সাগর পার, রাখালির ঘর শিশির স্নিগ্ধ সোনালি সকাল একমুঠো ভাত, শুটকি ভর্তা ,দু গ্লাশ জল অবিকৃত অযাচিত সুখের বাসর ছোট্ট একটি রাজ্য, রাজা রানীর বসত ঘর বর্গীরা এলো বলে - বিকয় সব বিকয় হৃদয় শ্বেত পাথরের আড়াল থেকে বিশাক্ত সুর রানীদের নোংড়া নৃত্য তা থৈই থৈই দেনার দায়ে ভাসছে নদী মাঠ ফসল সুন্দরের অধিক পরে একগুচ্ছ নোনা ঘাস উর্বর মস্তিস্কের ফসল লালিত মৃত্তিকা শ্রমিক অবিরাম কেটে রক্তে নিংরানো অধিকার দারিদ্রের পাশা খেলায় খেলা রাম খেলে যায় প্রতিটা অনুপরমানুর রক্ত চোষা শকুনিরা বসত করে দেশ মৃত্তিকার শিরা উপশিরায় মৃত্তিকা ভেসে যায় ছাপোশা আবর্জনায় যেখান টাতে ফুল ফুটতো রক্ত আজ সেখানে রানীদের পাদুকা পোশাক শাড়ি রাজ বাহাদুরি নিংড়ে নিচ্ছে রাজ্যের রাস্তা ঘাট স্নিগ্ধ সকাল বন পাহাড় এমন কি মৃত্তিকার প্রাণরস। অতপর আগুনের ফুলকি ফোটাবে একদিন জনগন..দেশের সম্পদ কানকোরা নিতে পারে না................. এলসাম রোড..লন্ডন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।