আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা কৌতুক (বড়দের)

এক লোক জেলখানা থেকে ছারা পেয়ে বাড়ি ফিরছে এমতাবস্তায় রাস্তায় পস্রাবে পেলে রাস্তার পাশে দাড়িরে পস্রাব করে উঠে পরেন । তখন এক মৌলবি ধরনের লোক দেখলেন লোকটি পস্রাবের পানি ব্যবহার করেননি তখন লোকটিকে বললেন খুজুর: আপনার কাজটা ভাল হয়নি লোকটি: কেন? খুজুর: আপনি তো পস্রাব করে পানি ব্যবহার করেননি! লোকটি: (রিতিমত রাগের ভঙ্গিতে) কি বললেন আপনি যার জন্য ৩ বছর জেল খাটলাম তার মাথায় পানি ঢালব আমি? (উলে্ল্যখ্য যে লোকটি গত ৩ বছর আগে যৌন কেলেঙ্কারীতে ধরা পরে জেল হাজতে গিয়েছির)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।