সত্য সন্ধানে সর্বদা নির্ভিক কনোকোফিলিপস এর মাঝে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিচ্ছবি দেখতে পাই। আমাদের দেশের মানুষ এতো সহজে কেন ইতিহাস ভুলে যাই তা আমি বুঝিনা। ব্যবসার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চালটি হয়তো তখনকার মোগলরা বুঝতে পারেনি। কিন্তু আমরা তো সেই জাতি যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে পারি। আমরা তো সেই জাতি যারা দেশের মাটি ও মাকে রক্ষা করতে রক্ত দিতে পারি।
তাহলে আমরা কেন এটা বুঝছি না।
আজ আমাদের সেই সব মুক্তিযোদ্ধা সন্তানেরা কোথায়। তারাকি আজ ঘুমিয়ে পড়েছে। তারা কি বুঝছে না দেশটাকে কৌশলে আমেরিকা পাকিস্তানের দোসর দখল করতে চায়।
আজ জাতিকে একটা সহজ কথা বুঝতে হবে।
কনোকোফিলিপস শুধু গ্যাস, তেল নিতে এদেশে ঢুকছে না। তাদের এর পেছনে বড় কোন উদ্দেশ্য আছে।
সহজভাবে যদি বিষয়টিকে দেখি তাহলে সমীকরণটি এমন। কনোকোফিলিপস যখন এদেশে তেল,গ্যাম উত্তোলনের জন্য আসবে তখন তারা তাদের নিরাপত্তার জন্য অবশ্যই কোন না কোন সমর অস্ত্র নিয়ে আসবে।
সবচেয়ে বড় হুমকিটা হল একটা দেশের জাতীয় নিরাপত্তার একটা বড় অংশ হল সে দেশের জলসীমা।
একটা দেশের জলসীমা কখনোই অরক্ষিত থাকতে পারে না। একটা দেশকে দখল করতে হলে আগে সেদেশের জলসীমাকে দখল করলে চলে। ইতিহাস ঘাটলে এটা স্পষ্ট যে পৃথিবীর ইতিহাসে সকল বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে জলসীমা দিয়ে।
মোগলদের কাছ থেকে এদেশকে ছিনিয়ে নিয়েছিল বিট্রিশরা জলসীমা দিয়েই ঢুকে।
এসব ইতিহাস দেশের মাথা মোটা, ছাই সমৃদ্ধ রাজনীতিবীদ ও সরকার কি একটুও বোঝেনা।
নাকি বুঝেও না বোঝার ভান করছে। তাহলে এসব তথাকথিত রাজনীতিবিদ ও একাত্তর এর রাজাকার গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার , মুজাহীদ এর মধ্যে পার্থক্য কোথায়।
এরা নব্য রাজাকার।
ধিক্কার বিএনপিকে। তারা নির্লজ্জের মতো বলছে চুক্তি না দেখে কোন সিদ্ধান্ত নিবেনা বিএনপি।
হাসিনার একটা কথাকে বিএনপি এতো ভয় পেল। হাসিনাতো স্বীকার করেছে তাকে ক্ষমতায় বসায় বিদেশি প্রভুরা, জনগণ নয়। নইলে হাসিনা করলে পারতো ২০০১ সালে বিদেশি কোম্পানিকে তেল গ্যাস দিই নাই তাই ক্ষমতায় আসতে পারিনি। তাহলে এবার ক্ষমতায় আসার উদ্দেশ্য কি বিদেশি প্রভুদের তেল গ্যাস দেয়া। আর বিএনপিও কি মনে করে জনগণের ভোটে নয় প্রভুদের ইচ্ছায় ক্ষমতায় আসা যায়!!!
আর তাই তারাও তেল-গ্যাস ইজারা চুক্তির বিরুদ্ধে কোন কথা বলছে না।
কত বড় বলদ আর গাধা হলে এসব কুত্তার বাচ্চা রাজনীতিবিদদের মুখ থেকে বের হয় চুক্তি দেখি নাই। তাহলে তোরা কিসের বালের রাজনীতি করিস যে দেশের এমন একটা সিদ্ধান্ত সম্পর্কে জানিস না। এমন কথা বলতে তোদের লজ্জা করে না।
সরকার কনোকোফিলিপসকে জলসীমায় ঢুকতে দিয়ে আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছে।
দেশের জলসীমাকে তারা হুমকির মুখে ঠেলে দিয়েছে।
তারা দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে।
কনোকোফিলিপস চাইলে তাদের নিরাপত্তার জন্য সমর অস্ত্র আনতে পারবে। আর যা হবে বাংলাদেশের জন্য একটা মৃত্যু ফাঁদ।
সংবিধান সংশোধণের নামে একটা ইস্যু তুলে সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাচ্ছে। হয়তো সরকার সফলও হবে।
বিএনপি এখন জাতীয় ইস্যু নিয়ে ব্যস্ত কিন্তু কথা হল আন্তর্জাতিক এমন চুক্তি যা বাংলাদেশের অস্তিত্ব নিয়ে হুমকি হতে পারে সে বিষয় নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেয়।
আগে দেশটাকে বাঁচা তারপর না হয় সংবিধান নিয়ে ফুটবল খেলিস
ব্লগার ভাইয়েরা এই লিংকটাকে লাইক করুন: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।